সিমলাপালে ব্লক ভূমি ও ভুমি সংস্কার আধিকারিকের কাছে উৎকল সমিতির গণ ডেপুটেশন।
BY Bankura 24x717 July 2019 6:16 PM GMT

X
Bankura 24x717 July 2019 6:16 PM GMT
#বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন (অভিজিৎ ঘটক,সিমলাপাল) : দক্ষিণ বাঁকুড়ার সিমলাপাল ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে একগুচ্ছ দাবীতে আজ ডেপুটেশন দিল দক্ষিণ বঙ্গ উৎকল ব্রাহ্মণ কল্যাণ সমিতি মূলত,জমিজমা রেকর্ড সংক্রান্ত জটিলতা কাটিয়ে তোলা,অবিলম্বে মিউটেশনের ব্যবস্থা প্রভৃতি দাবীতে এদিন স্মারকলিপিও দেওয়া হয়।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story