ব্রেকিং নিউজ

বড়জোড়ায় রাবার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন! ক্ষতি কয়েক কোটি ছাড়ার আশঙ্কা?

বড়জোড়ায় রাবার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন! ক্ষতি কয়েক কোটি ছাড়ার আশঙ্কা?
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গেল একটি রাবার কারখানা। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হাটআশুড়িয়ায় আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে যায় আসপাশের এলাকায়। ফলে আগুন নেভাতে সমস্যায় পড়তে হয় দমকল বাহিনীকে। দূর্গাপুর থেকে দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো যায় নি। তবে এই অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছে পুলিশ। এই রাবার ফ্যাক্টরিতে রেলের জন্য রাবারের প্যাড তৈরি করা হত। তাই প্রচুর পরিমান রাবারও মজুত ছিল। আর এই রাবার দাহ্য হওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়। রবার ফ্যাক্টরি কতৃপক্ষ মনে করছে আগুনে ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা ছাড়াবে। অন্যদিকে, আগুন লাগার কারণ সম্পর্কেও খোলসা করে কোনো তথ্য জানাতে পারেনি দমকল বাহিনীর আধিকারিকরা।

#দেখুন🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/11th-february-suvendu-adhikari-has-fixed-the-target-of-gathering-of-50000-booth-workers-at-the-chief-minister-mamata-banerjees-meeting-at-bankura/img-20200203-wa0043/" rel="attachment wp-att-7962">

Next Story