জঙ্গলমহল খাতড়া

বাঁকুড়ার সাতটি ব্লকে শুরু মাটির সৃষ্টি, ১৯০টি গ্রাম পঞ্চায়েত জুড়ে কর্ম দিশা, দুইয়ে মিলে খুলল কাজের খাজানা।

বাঁকুড়ার সাতটি ব্লকে শুরু মাটির সৃষ্টি, ১৯০টি গ্রাম পঞ্চায়েত জুড়ে কর্ম দিশা, দুইয়ে মিলে খুলল কাজের খাজানা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ জেলার জঙ্গল মহলের অনাবাদী জমিতে চাষ আবাদের মাধ্যমে করোনা আবহে গ্রামীণ মানুষকে স্বনির্ভর করে তুলতে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্প মাটির সৃষ্টির সুচনা হল। ফলে জেলার সাতটি ব্লকে ২২ টি প্রকল্পে ২৯৩০ হেক্টর জমিতে চাষ আবাদের কাজের মধ্য দিয়ে ৩৩৯০ টি নুতন হাউস হোল্ডের ১০০ দিনের কাজে রোজগারের সুযোগ মিলল। এদিন খাতড়া মহকুমার ইন্দপুর,হীড়বাঁধ,

তালডাংরা,সিমলাপাল,রাণীবাঁধ,খাতড়া প্রভৃতি এলাকায় আনুষ্ঠানিক সুচনা হল মাটির সৃষ্টির। পাশাপাশি,এদিম কর্ম দিশার মাধ্যমে জেলার ১৯০ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় নুতন করে ২০০ টি পরিবারকে ১০০ দিনের কাজ দেওয়া হল।

অন্যদিকে,আজ মাটির সৃষ্টি'প্রকল্পের সুচনা পর্বে রানিবাঁধ ও রাইপুর ব্লকে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলাপরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মু। খাতড়ায় উপস্থিত ছিলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ ও জেলাপরিষদের কর্মাধ্যক্ষ শিবাজি বন্দ্যোপাধ্যায়। তালডাংরা ও সিমলাপালে হাজির ছিলেন মেন্টর অরূপ চক্রবর্তী। ইন্দপুর ও হিড়বাঁধ ব্লকে ছিলেন প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা ও জেলাপরিষদের সহ সভাধিপতি শুভাশিস বটব্যাল।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/fever-word-exclusive-update/img-20200427-wa0013/" rel="attachment wp-att-9015">

Next Story