ব্রেকিং নিউজ

এনটিপিসির সাথে ডিভিসির সংযুক্তিকরণ ঠেকাতে এবার দেশ জুড়ে আন্দোলনে নামছে মজদুর সংঘ।

এনটিপিসির সাথে ডিভিসির সংযুক্তিকরণ ঠেকাতে এবার দেশ জুড়ে  আন্দোলনে নামছে মজদুর সংঘ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এনটিপিসির সাথে ডিভিসির সংযুক্তিকরণ ঠেকাতে এবার দেশ জুড়ে আন্দোলনে নামার ডাক দিল ডিভিসি মজদুর সংঘ(বিএমএস)। আজ বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের রিক্রিয়েশন ক্লাবে সংঘের কমিটির বার্ষিক বৈঠকে এই আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়।

পাশাপাশি, অবিলম্বে নতুন পদোন্নতি নীতিমালা চালু করা, এম -ওয়ান পদ থেকে সি ও ডি পদে উন্নীত হওয়ার জন্য স্ক্রিনিং পরীক্ষা বাতিল করা, জিওআইর হিসাব মেনে নার্সিং ভাতা ৭২০০ টাকা করে প্রদানের দাবী সহ ঠীকা শ্রমিক বা নৈমিত্তিক শ্রমিকদের জন্য সমহারে মজুরী চালুরও দাবী তোলা হয় বৈঠকে।

এদিনের বৈঠকে, এবিভিএমএসের কার্যকরী সভাপতি এল,পি,কাটোয়ার, সুজিত রায়,ডিভিসিএমএসের সভাপতি কৌশিক বন্দ্যোপাধ্যায়, সম্পাদক হারাধন মাজি প্রমুখ উপস্থিত ছিলেন।

Next Story