জঙ্গলমহল খাতড়া

লালগড়ের ৭ শবর মৃত্যুর জের, রানীবাঁধের শবর মহল্লায়,মহল্লায় ডাক্তার সাথে নিয়ে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছেন জিলা পরিষদের সদস্য চিত্তরঞ্জন মাহাত।

লালগড়ের ৭ শবর মৃত্যুর জের, রানীবাঁধের শবর মহল্লায়,মহল্লায় ডাক্তার সাথে নিয়ে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছেন জিলা পরিষদের সদস্য চিত্তরঞ্জন মাহাত।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : লালগড়ে সাত শবরের মৃত্যুর মর্মান্তিক ঘটনার জেরে, এবার বাঁকুড়ার জঙ্গল মহলের রানীবাঁধ ব্লকের শবর মহল্লায়,মহল্লায় ডাক্তার আর ওষুধপত্র সাথে নিয়ে, শিবির করছেন এই ব্লকের জিলাপরিষদের সদস্য চিত্তরঞ্জন মাহাত।

আজ রাওতোড়া,সেরেন সোকড়া তো কাল কুলাম তো কোনোদিন ঝিলিমিলির শবর পাড়া! এভাবেই লাগাতর শবরদের শরীর স্বাস্থ্যের হাল হকিকতের জরিপ চালাচ্ছেন চিত্তবাবু।

শিশু থেকে পুরুষ, মহিলা সকলকে ডাক্তারী পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ পত্রও দেওয়া হচ্ছে। অসুখ জটিল হলে হাসপাতালে ভর্তি করানোরও ব্যবস্থা রাখা হয়েছে।

বিনা চিকিৎসায় যেন কোনো শবর রোগ ভোগ না করে, তা ঠেকাতেই মাঠে নেমেছেন চিত্ত মাহাত।এমনটাই জানালেন তিনি।medical

আর লালগড়ের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, তার জন্য শবর মহল্লায় নজরদারি চালাতে টীম তৈরীও করছেন তিনি।

এদিকে, ঘরের দুয়ারে এমন চিকিৎসার সুযোগ পেয়ে খুশী পুষ্প শবর,অনিল শবররা।

এমনিতেই, শবরদের নুন আনতে পাতা ফুরানোর অবস্থা! তাদের টাকা খরচ করে রোগ সারাতে ব্লক শহরে যাওয়া বিলাসিতার নামান্তর! তাই এই অবস্থায় তাদের দোর গোড়ায় চিকিৎসা পরিসেবা পৌঁছে দিয়ে, তাদের সুস্থ সবল রাখাটা এখন প্রশাসনের কাছেও বড়ে চ্যালেঞ্জ।

রানীবাঁধের বিএমওএইচ অরুপ কুমার পান্ডা জানান, চিকিৎসা শিবিরের পাশাপাশি শবর পল্লীতে এবার হাম,রুবেলার টীকাও দেওয়া হবে। শবরদের ভয় ভীতি ও লোক লজ্জা কাটিয়ে তুলে সাধারণ মানুষের মতো তাদের, চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা গড়ে তোলার কাজটা ভালো ভাবে চালালেই সুফল মিলবে।

সেজন্য নিয়মিত এমন চিকিৎসা শিবিরের আয়োজনের ওপরও জোর দেন তিনি।

পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কর্মসূচী চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ বলে দাবী করেছেন চিত্তরঞ্জন বাবু। এখন দেখার তার এই অঙ্গীকারে শবর পল্লী কতখানি সুস্থ থাকে?

#দেখুন ভিডিও।[embed]

Next Story