কোতুলপুরে আয়োজিত রাজ্য স্তরের খো খো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুর্ব মেদিনীপুর জেলা।
BY Bankura 24x725 Aug 2019 7:08 PM GMT

X
Bankura 24x725 Aug 2019 7:08 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলা স্কুল গেমস এন্ড স্পোর্টস কাউন্সিল আয়োজিত রাজ্য খো খো প্রতিযোগিতায় অনুর্ধ ১৯ (পুরুষ) বিভাগে চ্যাম্পিয়ন হল পুর্ব মেদিনীপুর জেলা। আর দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর দিনাজপুর জেলা। জেলার কোতুলপুরের তাজপুর রাম চরণ উচ্চ বিদ্যালয়ে তিন দিন ধরে চলা এই প্রতিযোগিতায় রাজ্যের মোট ১২ টি জেলা অংশগ্রহন করে। এখান থেকে চ্যাম্পিয়ন দলটি পরে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। প্রসঙ্গত,এই প্রতিযোগিতায় বাঁকুড়া জেলা অংশ নিলেও দলের আশানুরূপ সাফল্য মেলেনি।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story