মেজিয়ায় গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুগলের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য।
BY Bankura 24x730 March 2019 2:30 PM GMT

X
Bankura 24x730 March 2019 2:30 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গাছে ঝুলন্ত অবস্থায় যুগলের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়াল মেজিয়া থানার ভুলুই গ্রামে। । যুগলের নাম কানাই গরাই ও লক্ষী গরাই বলে জানিয়েছে পুলিশ। মৃত মহিলা বিবাহিতা।দুটি পুত্র সন্তানের জননী। সূত্রের খবর, লক্ষ্মী গরাই এর সঙ্গে কানাই গরাই এর প্রায় বছর তিনেকের অবৈধ প্রণয়ঘটিত সম্পর্ক ছিল। গত পরশু শারীরিক অসুস্থতার কারণে লক্ষ্মী গরাই মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন। গতকালই হাসপাতাল থেকে সে পালিয়ে যায়। এই নিয়ে হাসপাতাল কতৃপক্ষ মেজিয়া থানায় নিখোঁজের ডাইরি করে। পুলিশ নিখোঁজের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করলে ভুলুই গ্রামের পার্শ্ববর্তী এক জঙ্গলে গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় যুগলের মৃত দেহ উদ্ধার করে এবং মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
Next Story