ব্রেকিং নিউজ

মেজিয়ার তেওয়াড়ী ডাঙ্গায় আগুনে পুড়ল ৫টি বাড়ি,দমকল দেরীতে আসায় ক্ষোভ।

মেজিয়ার তেওয়াড়ী ডাঙ্গায় আগুনে পুড়ল ৫টি বাড়ি,দমকল দেরীতে আসায় ক্ষোভ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রান্না করার সময় উনুনের আগুন আচমকা খড়ের চালে লেগে গিয়ে ঘটল বিপত্তি!ওই আগুন ছড়ানোর ফলে পুড়ে গেল পাঁচটি বাড়ী। আজ দুপুরে এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে জেলার মেজিয়া থানার তেওয়াড়ী ডাঙ্গা গ্রামে। স্থানীয় মানুষ অগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেও বিফল হন।শেষে রানীগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। তবে, তা অনেক দেরিতে আসায় আগুনের গ্রাসে জিনিস পত্র পুড়ে ছাই হয়ে যায়।বাড়ে ক্ষতির পরিমান। তাই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।

#দেখুন 🎦ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/the-work-of-making-maps-is-going-to-prevent-land-grabbing-of-the-forest-department-said-ccf/img-20190623-wa0069/" rel="attachment wp-att-5737">

Next Story