জেলে'র জালে ধরা পড়ল মস্ত পাইথন,শরগোল মালিয়াড়ার মেটালি গ্রামে,জাল কেটে পাইথন উদ্ধার বন দপ্তরের।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আর পাঁচটা দিনের মতোই গ্রামের জোড়ে মাছ ধরার জন্য জাল ফেলে ছিলেন জেলেরা৷ আর সেই জালেই ধরা পড়ল এক জ্যান্ত পাইথন। খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে শোরগোল পড়ে যায়৷ ঘটনাটি ঘটে বড়জোড়া থানা এলাকার মস্লিয়াড়া অঞ্চলের মেটালি গ্রামে। মাছ ধরার জালে এমন ভাবে জড়িয়ে যায় পাইথনটি যে তাকে জাল কেটে উদ্ধার করতে হয়।
খবর পেয়ে স্থানীয় রেঞ্জ অফিস থেকে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে জাল থেকে মুক্ত করে এবং তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রায় ফুট ছয় লম্বা এই সাপটি রক পাইথন প্রজাতির বলে জানিয়েছে বন দপ্তর। সাপটির প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দপ্তর। দামোদর নদী সংলগ্ন মেটেলি গ্রামের জোড়ে এই পাইথন উদ্ধারের ঘটনার জেরে এলাকায় পাইথন আতঙ্কও ছড়িয়ে পড়েছে পুরোদমে।
যদিও বন দপ্তর আশ্বস্ত করেছে এই ঘটনার জেরে আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। পাশাপাশি এই জোড়ে পাইথন কি ভাবে এল। এবং এই এলাকায় আর কোন পাইথন আছে কি না? তাও খতিয়ে দেখছে বন দপ্তর।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇