মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

শালতোড়ার চাঁদবাক দামোদরের চরে উদ্ধার হওয়া আমেরিকান রাক্ষুসে কচ্ছপ পাড়ি দিচ্ছে আলিপুর চিড়িয়াখানায়।

শালতোড়ার চাঁদবাক দামোদরের চরে উদ্ধার হওয়া আমেরিকান রাক্ষুসে কচ্ছপ পাড়ি দিচ্ছে আলিপুর চিড়িয়াখানায়।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : শালতোড়ার চাঁদবাক দামোদরের চরে মাছ ধরার সময় জেলেদের জালে ধর পড়ে একটি বিরল প্রজাতির কচ্ছপ। রবিবার সকালে আর পাঁচটা দিনের মতো জেলেরা মাছ ধরছিলেন। মাছের সাথে জালে উঠে আসে এই কচ্ছপটি। সাধারণ কচ্ছপ থেকে এই কচ্ছপটি ভিন্ন দেখতে তা টের পান জেলেরা। খবর পৌঁছায় বন দপ্তরেও। বন দপ্তরের আধিকারিক ও বন কর্মীরা গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে শালতোড়া রেঞ্জ অফিসে নিরাপদ আশ্রয়ে রেখেছে। এবং এই বিরল প্রজাতির কচ্ছপটিকে পাঠানো হবে আলিপুর চিড়িয়াখানায়। শালতোড়ার রেঞ্জ অফিসার রানা গুহ জানান, এই কচ্ছপটি হল আমেরিকান রেড ইয়ার্ড স্লাইডার প্রজাতির। যা,আমেরিকার রাক্ষুসে কচ্ছপ নামে পরিচিত।

এই প্রজাতির কচ্ছপ বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক। নদী, পুকুর ও জলাশয়ের বাস্তুতন্ত্রকে ধ্বংস করে তোলে এই কচ্ছপ। শুধু বাস্তুতন্ত্র নয় মানবজীবনেও নানান রোগ ছড়ানোর ক্ষমতা রয়েছে এই কচ্ছপের। তাই এই প্রজাতির কচ্ছপ উদ্ধারে ঘটনায় যথেষ্ট চিন্তার। এমন কচ্ছপ নজরে এলে বনদফতরকে সাথে,সাথে জানানোর পরামর্শও দিয়েছেন তিনি।রেড ইয়ারড স্লাইডার প্রজাতির কচ্ছপ মূলত আমেরিকা ও মেক্সিকোর দক্ষিণ পূর্ব অংশে পাওয়া যায়। এই কচ্ছপ পরিবেশের পক্ষে অতি ক্ষতিকারক বলে বাস্তুতন্ত্রবিদরা মনে করেন। এমন কচ্ছপের শালতোড়া ব্লক সংলগ্ন দামোদরে জেলেদের জালে ধরা পড়া যথেষ্ট উদ্বেগে বন দপ্তর।

তাই এবার তারা এই এলাকায় নিয়মিত নজরদারি চালাবেন কর্মসুচী নিচ্ছে বলে সুত্রের খবর।

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story