মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

ইয়াস আছড়ে পড়ার আগে সতর্কতা, দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হল ১৭,২০০ কিউসেক জল।

ইয়াস আছড়ে পড়ার আগে সতর্কতা, দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হল ১৭,২০০ কিউসেক জল।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ইয়াস স্থলভূমিতে আছড়ে পড়ার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ল ডিভিসি। বুধবার সকাল ৮ টায় ১৭,২০০ কিউসেক জল ছাড়া হল। জল ছাড়ার সাথে,সাথে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ আম জনতার ব্যারেজ সংলগ্ন এলাকায় ও দামোদরে নামা নিয়ন্ত্রিত করতে নেমে পড়েছে।


ইয়াসের জেরে ব্যারেজের জল উপচে পড়তে পারে,বা ব্যারেজের গেট ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোন ঝুঁকি নিতে চাইনি ডিভিসি। সতর্কতা হিসেবে আগাম তাই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া বলে জানা যাচ্ছে।আজ সকালেই ছাড়া হল ১৭,২০০ কিউসেক জল। ভিডিসি সুত্রে এই খবর জানা গেছে। এদিকে,দামোদর অববাহিকা সংলগ্ন বাঁকুড়া জেলার ব্লক গুলির গ্রামবাসীদের সতর্ক করার কাজে নেমে পড়েছে ব্লক প্রশাসন।

প্রসঙ্গত,এর আগে কয়েকবার দামোদরের লক গেট ভেঙ্গে বিপত্তি ঘটায় জেরবার হতে হয় ডিভিসি কতৃপক্ষকে। তাই ফের এমন ঘটনা ঠেকাতে ইয়াস আছড়ে পড়ার আগেই ব্যারেজ থেকে জল ছাড়ার পথে হাঁটল ডিভিসি কতৃপক্ষ এমনটাই মনে করা হচ্ছে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇





Next Story