মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

ফের জাতীয় সড়কে পথ দূর্ঘটনায় মৃত্যু, মৃতদেহ ফেলে রবিবার মধ্যরাত্রি পর্যন্ত তিন ঘন্টা বিক্ষোভে উত্তাল মেজিয়া।

বাঁকুড়া - রানিগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়কের নন্দনপুরের কাছে বেপরোয়া লরির ধাক্কা মোটর বাইকে। প্রাণ হারালেন এক আঙ্গনওয়াড়ি কর্মী। গুরুতর আহত হয়ে তার স্বামী হাসপাতালে ভর্তি। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়কে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ স্থানীয়দের। রবিবার রাতের ঘটনা।

ফের জাতীয় সড়কে পথ দূর্ঘটনায় মৃত্যু, মৃতদেহ ফেলে রবিবার মধ্যরাত্রি পর্যন্ত তিন ঘন্টা বিক্ষোভে উত্তাল মেজিয়া।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের বাঁকুড়া -রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়কে পথ দূর্ঘটনায় মৃত্যুর জেরে সড়কে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ জনতার।মেজিয়ার নন্দনপুরে রবিবার ঘটে এই মর্মান্তিক পথ দূর্ঘটনা। মোটর বাইক আরোহী দম্পতিকে একটি বেপরোয়া লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী রেখা ভট্টাচার্য (৫৯) ঘটনাস্থলেই মারা যান। আর স্বামী জনার্দন ভট্টাচার্য গুরুতর জখম হন। তাকে মেজিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। জানাগেছে, এই দম্পতি নিজেদের পৈতৃক বাড়ী মেজিয়ার গোস্বামী গ্রাম থেকে নিজেদের বর্তমান বাড়ী বেনাগাড়ী ফেরার পথে এই দূর্ঘটনার কবলে পড়েন। প্রতিবাদে মৃতদেহ জাতীয় সড়কে ফেলে রেখে রবিবার মধ্যরাত্রি পর্যন্ত প্রায় তিন ঘন্টা অবরোধ চলে। পরে পুলিশের হস্তক্ষেপে আবরোধ উঠলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।এবং ঘাতক লরিটিকে আটক করে। যদিও লরির চালক ও খালাসি পলাতক বলে জানা গেছে।

দেখুন 🎦 ভিডিও 👇


Next Story