মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

ষষ্ঠ পে কমিশন চালুর দাবীতে কংসাবতী স্পিনিং মিলে অবস্থান বিক্ষোভ কর্মীদের।

ষষ্ঠ পে কমিশন চালুর দাবীতে বড়জোড়ার কংসাবতী স্পিনিং মিলে অবস্থান বিক্ষোভ কর্মীদের।প্রায় শতাধিক কর্মী ১ সেপ্টেম্বর থেকে এই অবস্থান ভিক্ষোভে সামিল হয়েছেন। পাশাপাশি দাবী তোলা হয়েছে দক্ষ প্রশাসক ও টেকনিশিয়ান নিয়োগেরও।

ষষ্ঠ পে কমিশন চালুর দাবীতে কংসাবতী স্পিনিং মিলে অবস্থান বিক্ষোভ কর্মীদের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার বড়জোড়ার কংসাবতী কো-অপারেটিভ স্পিনিং মিল কর্মী বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল। ষষ্ঠ পে কমিশন চালুর দাবীতে ১ লা সেপ্টেম্বর থেকে এই মিলের প্রায় শতাধিক কর্মী অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। এছাড়াও অবিলম্বে মিলে দক্ষ প্রশাসক ও টেকনিশিয়ান নিয়োগেরও দাবী তুলেছেন কর্মীরা। অভিযোগ, প্রশাসনকে এই দাবী দাওয়া লিখিত আকারে বারে,বারে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে এই করোনা আবহেও তারা বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন তারা।ষষ্ঠ বেতব কমিশন থেকে এই মিলের কর্মীরা বঞ্চিত হওয়ায় প্রতি মাসে মোটা টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। ষষ্ঠ পে কমিশনের আওতায় থাকা কর্মীরা যেখানে নুন্যতম বেতন পান মাসে ত্রিশ হাজারটাকা তো এই মিলের কর্মীরা একই কাজ করলেও বেতন ১০ হাজারেই থমকে আছে এমনি অভিযোগ কর্মীদের। তারা সাফ জানিয়ে দিয়েছেন তাদের দাবী না মেটা পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন।

দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story