মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

বড়জোড়ার বি,ডি গোয়েল মেটাল এন্ড পাওয়ার কারখানায় আগুন, কয়েক কোটি ক্ষতির আশঙ্কা।

বড়জোড়ার বি,ডি গোয়েল মেটাল এন্ড পাওয়ার কারখানায় আগুন, কয়েক কোটি ক্ষতির আশঙ্কা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (অনিকেত বাউরী,বড়জোড়া) : বড়জোড়ার ঘুটগেড়িয়া শিল্প তালুকে একটি কারখানার ট্রান্সফরমার ফেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আজ দুপুরে সারা শিল্প শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। ট্রান্সফরমারের মধ্যে প্রচুর পরিমান তেল মজুত থাকে।


যার পরিমান প্রায় ২৬ হাজার লিটার।এবং এই তেল দাহ্য হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কে। ঘুটগেড়িয়ার বি,ডি গোয়েল মেটাল এন্ড পাওয়ার নামে এই কারখানায় আজকের অগ্নিকাণ্ডের জেরে পুরো ইলেক্ট্রিক রুম পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। কারখানা কর্তৃপক্ষের অশঙ্কা প্রায় কয়েক কোটি টাকা ক্ষয়,ক্ষতি হবে এই আগুন লাগার ঘটনায়। তবে কোন হতাহতের ঘটনা না ঘটায় খানিক স্বস্তি মিলেছে কারাখানা কর্তৃপক্ষের।

এদিন আগুন লাগার সাথে,সাথে বড়জোড়া শিল্প শহরের আকাশ কালো ধোঁয়ার কুন্ডলীতে ছেয়ে যায়। ফলে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন৷ ঘটনা টের পেয়েই আগুন নেভানোর তদারকিতে লেগে পড়েন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। তিনি বলেন,পুলিশ,দমকল এবং কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক এবং বড়জোড়ার বাদিন্দাদের মিলিত প্রচেষ্টায় বড়ো দুর্ঘটনা ঠেকানো গেছে।আর্থিক ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি এটা আমাদের সবার কাছে স্বস্তির খবর।


তবে এই ধরণের ঘটনা ঠেকাতে কারকানা কতৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা আরও উন্নত করার দাবী জানানো হয়েছে। পাশাপাশি শিল্প তালুকের সব কারখানা গুলিতে অগ্নিকান্ড এড়াতে এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা জোরদার করার কথা বলা হচ্ছে।

দমকলের কাছেও কারখানাগুলি এবিষয়ে পরামর্শ চাইতে পারে। সেকথাও জানিয়ে দিয়েছেন অলোক মুখোপাধ্যায়। এবং এক্ষেত্রে বিধায়ক হিসেবে সব ধরনের সহায়তা করার আশ্বাসও দিয়েছেন তিনি।

দেখুন 🎦ভিডিও। 👇



Next Story