গ্রামের বেহাল রাস্তার হাল ফেরাতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গোয়ালডাঙ্গার বাসিন্দাদের।
গ্রামবাসীরা এদিন সাফ জানিয়ে দিয়েছেন দুর্গাপূজার আগে এই রাস্তার হাল না ফেরালে, তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। এমনকি প্রয়োজনে ভোট বয়কটেও সামিল হতে পারেন আসছে বিধানসভা নির্বাচনে।

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : প্রায় ১৫ বছর ধরে পথ যন্ত্রণায় জর্জরিত বাঁকুড়ার গোবিন্দধাম পঞ্চায়েতের গোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দারা। বারে,বারে অভিযোগ জানিয়েও মেটেনি সমস্যা। তাই পুজোর আগে গ্রামের রাস্তার হাল ফেরানোর দাবিতে বাঁকুড়া - রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রামের মানুষ।বেশ কিছুক্ষণ অবরোধ চলার ফলে জাতীয় সড়কে ব্যপক জানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার হাল ফেরানোর দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়৷ গ্রামের প্রায় দুই কিলোমিটার রাস্তার হাল শোচনীয়। স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রী রোজ এই পথ যন্ত্রণায় জেরবার। আর রোগী,প্রসূতিদের ক্ষেত্রে সমস্যা আরও ভয়াবহ। এই রাস্তায় টোটো না ঢোকায়,তাদের হাসপাতাল নিয়ে যাওয়া দুষ্কর হয়ে ওঠে।
গ্রামবাসীদের দাবি, পথ অবরোধের আগাম খবর পেয়ে,গ্রামবাসীদের ক্ষোভ সাময়িক প্রশমন করতেই এদিনই এই বেহাল রাস্তার দুইধারের ঝোপঝাড় কাটতে জেসিবি পাঠায় স্থানীয় প্রশাসন।তাই গ্রামবাসীরা এই কাজ করতে বাধা দেন। ফলে জেসিব ফিরে যায়। তবে,গ্রামবাসীরা এদিন সাফ জানিয়ে দিয়েছেন দুর্গাপূজার আগে এই রাস্তার হাল না ফেরালে, তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। এমনকি প্রয়োজনে ভোট বয়কটেও সামিল হতে পারেন আসছে বিধানসভা নির্বাচনে।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇