মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

ডিজেল,কেরোসিনের অবৈধ কারবার,ডেরায় হানা পুলিশের,বাজেয়াপ্ত প্রচুর জ্বালানি তেল,ধৃত২।

ডিজেল,কেরোসিনের অবৈধ কারবার,ডেরায় হানা পুলিশের,বাজেয়াপ্ত প্রচুর জ্বালানি তেল,ধৃত২।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলার মেজিয়া থানার পালেরবাঁধে রমরমিয়ে চলছিল অবৈধ ডিজেল ও কেরোসিনের কারবার। আইন-কানুন কে তুড়ি মেরে প্রচুর পরিমান কেরোসিন ও ডিজেল মজুত করে চলছিল বেচা-কেনা। কোন লাইসেন্স ছাড়াই এই ব্যবসা চালাচ্ছিলেন বিধান পাল ও উত্তম পাল নামে দুই বাসিন্দা। আর গ্রামীণ এলাকা হওয়ায় পুলিশ,প্রশাসনের নজরও এড়িয়ে গিয়েছিল এই ঘটনা। অবশেষে,গোপন সুত্রে খবর পেয়ে এই অবৈধ জ্বালানি তেলের ডেরায় হানা দেয় মেজিয়া থানার পুলিশ। এবং প্রায়১৮০০ লিটার কেরোসিন তেল এবং ৯০০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করে। পাশাপাশি এই অবৈধ কারবারের সাথে যুক্ত বিধান পাল ও উত্তম পালকে গ্রেপ্তার করা হয়। আজ ধৃতদের বাঁকুড়া আদালতে তোলা হবে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story