Home > মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল > জেলা জুড়ে কালবৈশাখীর দাপট,জিঘাটিতে উড়ল তিনটি বাড়ীর চালা,আহত এক মহিলা।
জেলা জুড়ে কালবৈশাখীর দাপট,জিঘাটিতে উড়ল তিনটি বাড়ীর চালা,আহত এক মহিলা।
BY Admin17 April 2021 6:42 PM GMT
X
Admin18 April 2021 2:40 AM GMT
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গ্রীষ্মের দাবদাহের থেকে স্বস্তি মিলেও কালবৈশাখীর দাপটে জেলার গঙ্গাজলঘাটিতে তিন তিনটি বসত বাড়ীর চালা উড়ে গিয়ে ঘটে বিপত্তি। এমনকি এই ঘটনায় এক মহিলাও আহত হয়েছেন। শনিবার সন্ধ্যের গোড়ায় ঘটে এই দুর্ঘটনা।
এদিন,বিকেল থেকেই জেলার বিভিন্ন জায়গায় কালবৈশাখীর ঝড় - বৃষ্টির খবর মিলেছে। জঙ্গলমহলের সারেঙ্গাতে কালবৈশাখীর দাপট ছিল ভালোই। সদর বাঁকুড়াতেও বিকেলে বৃষ্টি হয়। টানা কদিন ফাসফাঁস গরম থেকে মুক্তি মিলতে আজকের এই কালবৈশাখীর বৃষ্টি কাজে লাগলেও জেলার কিছু জায়গায় বাড়ীর চালা ও গাছ ভেঙ্গে পড়ার খবরও মিলেছে।
অন্যদিকে, এই বৃষ্টির পরই সন্ধ্যে থেকেই জেলার তাপমাত্রা অনেকটাই নেমে যায় এক ধাক্কায়।ফলে, স্বস্তির নিশ্বাস ফেলেন মানুষ জন। তবে জিঘাটির তিনটি বাড়ীর চালা ঝড়ে উড়ে যাওয়ায় এই বাড়ীর বাসিন্দারা মহা সমস্যায় পড়েছেন
👁️ দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story