মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

প্রয়াত আশ্বিনী রাজের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে জেলার কেন্দু পাতার দাম বৃদ্ধির আন্দোলনের স্মৃতি চারণ বিমানের।

প্রয়াত আশ্বিনী রাজের  মূর্তি উন্মোচন অনুষ্ঠানে জেলার কেন্দু পাতার দাম বৃদ্ধির আন্দোলনের স্মৃতি চারণ বিমানের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রয়াত কমিউনিস্ট নেতা অশ্বিনী রাজের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে এসে বাঁকুড়া জেলার সত্তরের দশকের কেন্দু পাতার দাম বৃদ্ধির আন্দোলনের স্মৃতি চারণ করলেন বামফ্রণ্ট চেয়ারম্যান বিমান বসু। আজ প্রয়াত নেতা আশ্বিনী রাজের প্রয়ান দিবস। এই দিন অশ্বিনী রাজ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে বড়জোড়া সিপিএম এরিয়া কমিটির পার্টি অফিস প্রাঙ্গনে প্রয়াত নেতার আবক্ষ মূর্তি স্থাপন করা হল। এই মুর্তির আবরন উন্মোচন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবং মূর্তিতে মাল্যদান ও লাল সেলাম জানান দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র,রাজ্য কমিটির সদস্যা মধুজা সেন রায়, বাঁকুড়া জেলা সিপিএমের সম্পাদক অজিত পতি প্রমুখ। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অশ্বিনী রাজের বাম আন্দোলনের নানা স্মৃতি রোমন্থন করেন বিমান বসু।

যা, নুতন প্রজন্মের কমরেডদের জেলার বাম আন্দোলনের ইতিহাস সম্পর্কে অনেকখানি সমৃদ্ধ করে তোলার সহায়ক হয়ে ওঠে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story