মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

দমকল, সিভিল ডিফেন্স ও পুলিশের ত্রয়ী অভিযানে প্রাণ বাঁচল বৈদ্যুতিক টাওয়ারে চড়া ব্যক্তির।

দমকল, সিভিল ডিফেন্স ও পুলিশের ত্রয়ী অভিযানে প্রাণ বাঁচল বৈদ্যুতিক টাওয়ারে চড়া ব্যক্তির।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পুরুলিয়ার রাঙ্গামাটি গ্রাম থেকে বাঁকুড়ার শালতোড়া ব্লকের শুকনিবাসা গ্রামে আত্মীয় বাড়ীতে বেড়াতে এসে ছিলেন রামদাস মান্ডি। শনিবার সন্ধ্যে নাগাদ তিনি গ্রাম লাগোয়া মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ বিপণনের গগনচুম্বী বৈদ্যুতিক টাওয়ারের ওপর চড়ে বসেন।এর পর সন্ধ্যে গড়িয়ে রাত এমনকি ভোরের আলো ফুটলেও ওই টাওয়ার থেকে আর নেমে আসতে পারেননি ওই ব্যক্তি। গ্রামের বাসিন্দা,আত্মীয় স্বজন থেকে পুলিশ আধিকারিক নেমে আসার জন্য কাকুতি, মিনতি করলেও তাতে কোন সাড়া মেলেনি। হাইটেনশন এই বৈদ্যুতিক টাওয়ারের তারে শরীর সংস্পর্শে এলেই নিমেষে পুড়ে ছাই হয়ে যাবেন রামদাস এমন আশঙ্কায় তাকে আর জোরাজুরি না করে দমকল ও সিভিল ডিফেন্সে খবর দেন শালতোড়া পুলিশ।


এর পর পুলিশ,দমকল ও সিভিল ডিফেন্স মিলে বিশেষ উদ্ধার অভিযান শুরু করেন রবিবার কাকভোরে। আঘাত ঠেকাতে টাওয়ারের নীচে রাখা হয় পাতন। এর পর ভোর থেকে দুপুর পর্যন্ত চলে টাওয়ার থেকে নামানোর চেষ্টা। শেষ পর্যন্ত রামদাস কে নিচে নামিয়ে আনতে সফলতা মেলায় হাঁপ ছেড়ে বাঁচেন সকলে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উৎসাহী মানুষেরা ঘটনাস্থলে ভীড় জমান। উদ্ধারের সাথে,সাথে শালতোড়া পুলিশ রামদাস মান্ডিকে আটক করে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story