বিয়ে বাড়ীর আনন্দের আবহে বিষাদের সুর!নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু কিশোরের।
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিয়ে বাড়ীর আনন্দের আবহেই নেমে এল বিষাদের সুর।বিয়েতে যোগ দিতে আসা আত্মীয় স্বজন মিলে শালী নদীতে স্নান কররে গিয়েছিলেন। আর, সেখানেই ঘটল মর্মান্তিক ঘটনা!বছর ১৬ এক কিশোর এদের সাথে নদীতে স্নান করতে নেমে, তলিয়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারাল। জেলার বড়জোড়া থানার ফুলবেড়িয়ে গ্রামে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার কনে বিদায়ের পর দলবেঁধে আত্মীয় স্বজনদের সাথে শালী নদীতে স্নান করতে গিয়েছিল জিৎ দাস নামে ওই কিশোর।আচমকা সবার অলক্ষ্যে জলে তলিয়ে যায় সে। তার আর্ত চিৎকারে ঘটনা টের পেয়ে,তাকে বাঁচাতে বাকিরা চেষ্টা চালান৷ গ্রামের স্থানীয় কয়েকজনও এগিয়ে আসেন এবং তারা সাথে,সাথে নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারের কাজ শুরু করেন।
বেশ কিচ্ছুক্ষণ তল্লাসির পর জিৎকে উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানাগেছে,পুরুলিয়া জেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা জিৎ ফুলবেড়িয়াতে আত্মীয়ের বিয়ে বাড়ীর অনুষ্ঠানে যোগ দিয়ে এসেছিল।বিয়ে বাড়ীতে যোগ দিতে এসে অকালে প্রাণ হারাল এই তরতাজা কিশোর। জিৎ এর এভাবে জীবন যুদ্ধে হেরে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেনা তার পরিবার পরিজনেরা।
👁️দেখুন 🎦ভিডিও। 👇