Home > মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল > অশ্বত্থ গাছের মগডালে মহিলা!হুলুস্থুল জিঘাটি জুড়ে,তারপর কি হল? জেনে নিন এই প্রতিবেদনে।
অশ্বত্থ গাছের মগডালে মহিলা!হুলুস্থুল জিঘাটি জুড়ে,তারপর কি হল? জেনে নিন এই প্রতিবেদনে।
বেশ গ গকিছুক্ষণের চেষ্টায় অবশেষে মহিলাকে গাছ থেকে নামিয়ে তার প্রাণ বাঁচায় দমকল বাহিনী। বাঁকুড়া জেলার গঙ্গজলঘাটিতে শুক্রবার সন্ধ্যতে এই ঘটনা ঘটে৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই মহিলা মানসিক ভারসাম্যহীন।
BY Manasi Das25 Feb 2024 8:15 AM IST

X
Manasi Das25 Feb 2024 8:15 AM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আচমকা অশ্বত্থ গাছের মগডালে উঠে পড়েন এক মাঝবয়সী মহিলা!স্থানীয় মানুষের তা নজরে অড়তেই ওই মহিলাকে গাছ থেকে নামানোর চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হয়নি, বাধ্য হয়ে তারা খবর দেন পুলিশ ও দমকলকে৷ এরপর দমকল বাহিনীকেও যথেষ্ট বেগ পেতে হয় ওই মহিলাকে নামিয়ে আনতে। বেশকিছুক্ষণের চেষ্টায় অবশেষে মহিলাকে গাছ থেকে নামিয়ে তার প্রাণ বাঁচায় দমকল বাহিনী। বাঁকুড়া জেলার গঙ্গজলঘাটিতে শুক্রবার সন্ধ্যতে এই ঘটনা ঘটে৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই মহিলা মানসিক ভারসাম্যহীন, তাই এমন কান্ড করে বসেন।তাকে নামানোও মুশকিল হয়ে ওঠে।
তবে,ঠিক সময় দমকল বাহিনী উদ্ধারের কাজে হাত লাগানোয় প্রাণে বেঁচে যান ওই মহিলা। হাফ ছেড়ে বাঁচেন এলাকার মানুষ।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story