প্রধানমন্ত্রীর সফরের দিনই একশো দিনের কাজ ও আবাস যোজনায় বাংলার প্রতি বঞ্ছনার অভিযোগ তুলে দুর্গপুর ব্যারেজে বিক্ষোভ তৃণমূলের।
দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিনই বাংলার প্রতি একশো দিনের কাজ ও আবাস যোজনা প্রকল্পে বঞ্ছনার অভিযোগ তুলে দুর্গাপুর ব্যারেজে বিক্ষোভে সামিল হল তৃণমূল। বড়জোড় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন এই বিক্ষোভ কর্মসুচি নেওয়া হয়।

বাঁকুড়া২৪x৭ নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের দিনই বাংলার প্রতি একশো দিনের কাজ ও আবাস যোজনার বঞ্ছনার অভিযোগ তুলে দুর্গাপুর ব্যারেজে বিক্ষোভে সামিল হল তৃণমূল। বড়জোড় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসুচি নেওয়া হয়। এদিকে,এই বিক্ষোভ কে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।প্রধানমন্ত্রীর সভাতে যোগ দেওয়ার পথে পালটা জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপির কর্মী- সমর্থকেরা। এই বিক্ষোভ কে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্যে বাক যুদ্ধও চরমে ওঠে।সংবাদ মাধ্যমে তারা একে অপরের বিরুদ্ধে সরব হন। বিজেপি পালটা,তৃণমূলের শহীদ দিবসের কর্মসুচি নিয়েও কটাক্ষ করে।বিধান সভা ভোটের আগে এই বিক্ষোভ কর্মসুচিকে কেন্দ্র করে দুর্গাপুরের পাশাপাশি সরগরম বড়জোড়া।শিল্পাঞ্চলের রাজনীতি।
বিধানসভা ভোটের আগে রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষের এমন বিক্ষোভ পালটা বিক্ষোভ এবার কার্যত বাংলার রাজনীতির রোজনামচা হয়ে দাঁড়াবে। তা বলাই বাহুল্য।
👁️🗨দেখুন🎦ভিডিও। 👇