মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

বাঁকুড়া জেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু।

বাঁকুড়া জেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় প্রান গেল দুজনের। জেলার বেলিয়াতোড় ও বড়জোড়া থানা এলাকায় এদিন দুপুরে ঘটে এই দুটি মর্মান্তিক দুর্ঘটনা। বেলিয়াতোড়ের মুড়াকাটা গ্রামে বৃষ্টির সময় মাঠে বাঁধা গরু বাড়ীতে আনতে গেলে ঘটে বিপত্তি। গরু খুঁটি থেকে খুলতে গেলে সেই সময় আচমকা বাজ পড়ে। সাথে,সাথে ওই ব্যক্তি ও গরুটি মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই এই দুটি তাজা প্রাণ জেড়ে নেয় বজ্রপাত। জানাগেছে, মৃত ব্যক্তির নাম বানেশ্বর ঘোষ (৫১)।

অন্যদিকে, বড়জোড়ার কাটাবাঁধের কাটানজুড়ি এলাকায় পুকুরে মাছ ধরার সময় পুকুরের পাড়ে দাঁড়িয়ে তদারকি করছিলেন এক মৎসজীবী। সেই সময় ব্জ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল। সেই বজ্রপাতেই প্রাণ হারাণ তিনি। পুলিশ জানিয়েছে, মৃত মৎসজীবীর নাম জয়ন্ত গরাই (৪২)। জানাগেছে, বেলিয়াতোড় ও বড়জোড়া থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেলের মর্গে পাঠাচ্ছে।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story