মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

বড়জোড়ায় ট্রান্স দামোদর কোলিয়ারিতে অপরিকল্পিত খনন, বাড়ছে ধসের আশঙ্কা! বিক্ষোভে শাসক দলের কৃষক ও শ্রমিক সংগঠন।

বড়জোড়ায় ট্রান্স দামোদর   কোলিয়ারিতে অপরিকল্পিত খনন, বাড়ছে ধসের আশঙ্কা! বিক্ষোভে শাসক দলের কৃষক ও শ্রমিক সংগঠন।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার রাজ্যের শাসক দল তৃণমূলের কৃষক ও শ্রমিক সংগঠনের যৌথ আন্দোলনে উত্তাল হল বড়জোড়ার ট্রান্স দামোদর কোলিয়ারি। এদিন স্থানীয় শ্রমিক ও কৃষকরা ট্রান্স দামোদর কোলিয়ারি কতৃপক্ষের বিরুদ্ধে সরব হন।অভিযোগ, কোলিয়ারি কতৃপক্ষের অপরিকল্পিত খননের ফলে বড়জোড়ার তারা সিং ব্রীজ থেকে পাহাড়পুর,শালগাড়া হয়ে পখন্না গামী রাস্তায় বিস্তীর্ণ অংশে ধস নামার আশঙ্কা রয়েছে, তেমনি কয়েকটি গ্রামও ধসের কবলে পড়তে পারে যখন,তখন।


এরই প্রতিবাদে আজ বিক্ষোভে সামিল হন গ্রামের কৃষক ও শ্রমিকরা। শ্রমিকদের দাবী, ট্রান্স দামোদরের উদাসীনতায় শ্রমিকদের বেতন কাঠামোর পুনঃ বিন্যাসের কাজও থমকে আছে। এছাড়া সব মৌজার চাষীরা এখনও ক্ষতি পূরণের টাকা না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন। তাদের আরও অভিযোগ, এলাকায় ভুমি ধস হলে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল,স্কুল,কলেজ, এমন কি বড়জোড়া বাজার অস্থিতের সঙ্কটে পড়বে। রাস্তা থেকে কুড়ি, পঁচিশ ফুটের মধ্যেই কোলিয়ারির গভীর খাদ আরও ধস প্রবনতা বাড়িয়ে দিচ্ছে দিন,দিন।

গ্রামবাসীরা কর্তৃপক্ষকে বারে,বারে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে তারা আন্দোলনে বাধ্য হয়ে সামিল হয়েছেন এদিন।


ট্রান্স দামোদর নিয়ে সমস্যা মেটাতে বারে,বারে জেলা প্রশাসন বৈঠক করলেও তার বাস্তব প্রতিফলন কার্যত অধরাই থেকে গেছে।

এখন দেখার এই আন্দোলনের পর আদৌ খণি কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের টনক নড়ে কিনা? সেদিকেই তাকিয়ে আছেন এলাকার বাসিন্দার।

দেখুন 🎦 ভিডিও 👇


Next Story