মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল

কোভিড আবহে স্কুলের অনলাইন ক্লাস করেই বাজীমাত,মাধ্যমিকে রাজ্যে প্রথম রামহরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব।

কোভিড আবহে স্কুলের অনলাইন ক্লাস করেই বাজীমাত,মাধ্যমিকে রাজ্যে প্রথম রামহরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কোভিড আবহে স্কুলের পড়ুয়াদের জন্য পেশাদারী আঙ্গিকে অনলাইন ক্লাসের ব্যবস্থা,রেখেছিল বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল। আর মনোযোগ দিয়ে এই অনলাইন ক্লাস করেই বাজিমাত এই স্কুলের এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী অর্ণব গরাইয়ের। রাজ্যের মাধ্যমিকের মেধা তালিকায় একেবারে ৬৯৩ নাম্বার পেয়ে শীর্ষ স্থান অর্জন করেছে অর্ণব। গঙ্গাজল ঘাটির বাসিন্দা অর্ণবের বাবা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক,মা গৃহবধূ।

তবে, তার এই সাফল্যে দুজনের যথেষ্ট অবদান রয়েছে।আর তার স্কুলের শিক্ষকরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।ফলে একেবারে রাজ্যের মাধ্যমিকের মেধা তালিকায় শীর্ষে থেকে জেলার নাম উজ্জ্বল করে তুলেছে অর্ণব।বড়ো হয়ে চিকিৎসক হতে চায় সে। কারণ রামকৃষ্ণ মিশনের আদর্শ মানুষের সেবায় ব্রতী হওয়া আর সেই কাজটা একমাত্র চিকিৎসকের পেশাতেই সম্ভব বলে মনে করে অর্ণব।

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story