Home > মেজিয়া-বড়জোড়া শিল্পাঞ্চল > বিয়ে বাড়ীতে উঁকি গজরাজের,তাড়া খেয়ে সবজি বাজারে তান্ডব!রাতভর গঙ্গাজলঘাটিতে শোরগোল।
বিয়ে বাড়ীতে উঁকি গজরাজের,তাড়া খেয়ে সবজি বাজারে তান্ডব!রাতভর গঙ্গাজলঘাটিতে শোরগোল।
BY Manasi Das4 May 2022 6:09 PM IST

X
Manasi Das4 May 2022 6:09 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গল ছেড়ে লোকালয়ে হানা গজরাজের!মঙ্গলবার রাতে গঙ্গাজলঘাটিতে রাতভর দাপিয়ে বেড়াল বিশালাকার দাঁতাল। গ্রামেই চলছিল বিয়ে বাড়ী। আচমকা বিয়ে বাড়ীর মন্ডপে উঁকি মারে গজরাজ।টের পেয়েই বিয়েবাড়ীর লোকজন তাড়া করে হটিয়ে দেয় এই দাঁতাল হাতিটিকে। তাড়া খেয়ে ছুট দিয়ে ঢুকে পড়ে গঙ্গাজলঘাটি সবজি বাজারে। শুড়েঁর ঝাপ্টায় দোকানে ত্রিপল,চট ফাটিয়ে খেয়ে সাবাড় করে সবজিও।মঙ্গলবার রাত ৯ টা থেকে গ্রাম জুড়ে শুরু হয় গজরাজের দাদাগিরি। আর তার জেরে অতিষ্ঠ হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
খবর পেয়ে হাতিটিকে জঙ্গলে ফেরাতে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরাও। খানিক দেরিতে পৌঁছানোয় গ্রামের মানুষ ক্ষোভ প্রকাশও করেন। তবে শেষে বন দপ্তরের সাথে গ্রামের মানুষ কাঁধে,কাঁধ মিলিয়ে গজরাজকে গ্রাম লাগোয়া জঙ্গলে পাঠিয়ে দিলে স্বস্তি ফেরে গ্রামজুড়ে।
👁️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story