জঙ্গলমহল খাতড়া

মিড ডে মিলে চাল চুরি ও বেনিয়মের অভিযোগ তুলে প্রধান শিক্ষক কে তালা দিয়ে বিক্ষোভ নিশ্চিন্তপুর জুনিয়র হাই স্কুলে।

মিড ডে মিলে চাল চুরি ও বেনিয়মের অভিযোগ তুলে প্রধান শিক্ষক কে তালা দিয়ে বিক্ষোভ নিশ্চিন্তপুর জুনিয়র হাই স্কুলে।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মিড ডে মিলে বেনিয়ম, চাল চুরির অভিযোগ এবং প্রতি বুধবার গোটা ডিম মিড ডে মিলে না দেওয়ার প্রতিবাদে প্রধান শিক্ষক কে অফিস রুমে তালা দিয়ে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। আজ এই ঘটনাটি ঘটে জেলার হাতিরামপুরের নিশ্চিন্তপুর জুনিয়র হাই স্কুলে। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষক শান্তনু মন্ডল কে তালা দিয়ে রাখা হয়। এর পর তাকে ঘিরে বিক্ষোভ চলে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mass-beaten-at-lokepur/img-20190819-wa0061-2/" rel="attachment wp-att-6798">

Next Story