জঙ্গলমহল খাতড়া

রাঁধুনিদের বিবাদে ১০ মাস বন্ধ ছিল মিড ডে মিল, পুলিশ ও ব্লক প্রশাসন গিয়ে ফের চালু করাল রান্না।

রাঁধুনিদের বিবাদে ১০ মাস বন্ধ ছিল মিড ডে মিল, পুলিশ ও ব্লক প্রশাসন গিয়ে ফের চালু করাল  রান্না।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন ( সুমন নাথ, ইন্দপুর) : মিড ডে মিলের রাঁধুনিদের স্বনির্ভর গোষ্ঠী গুলোর মধ্যে কাজ পাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে টানা দশ মাস ধরে,বন্ধ ছিল মিড ডে মিল রান্না। ফলে এতদিন ধরে মিড ডে মিল থেকে বঞ্ছিত হতে হয় জেলার ইন্দপুর ব্লকের রতনপুর পুরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। আবশেষে বৃহঃস্পতিবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ইন্দপুরের জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস স্কুলে গিয়ে মিড ডে রান্না শুরু করান। তিনি বলেন এর পর থেকে নিয়মিত মিড ডে মিলের রান্না হবে। কোনো মতেই পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজন বন্ধ থাকা প্রশাসন রেয়াত করবে না। স্কুলটির ওপর প্রশাসন নজরদারীও চালাবে। প্রসঙ্গত, এই গ্রামে বেশ কয়েকটি স্বনির্ভর দল রয়েছে। এদের মধ্যে রান্নার বরাত পাওয়া নিয়েই ঝামেলার সূত্রপাত। সেই বিবাদ পরে চরম আকার নেওয়ায় ১০ মাস এই স্কুলে মিড ডে মিলের রান্নার হাঁড়িই চাপেনি। প্রধান শিক্ষক জয়দেব হাঁসদা বার,বার,বসে এই বিবাদ মেটানোর চেষ্টা চালিয়েও বিফল হন। তিনি পুরো বিষয়টি প্রশাসনের নজরে আনেন। অবশেষে, প্রশাসনের হস্তক্ষেপে এবার মিড ডে মিলের হাঁড়ি চাপল রতনপুর পুরুলিয়া প্রাথমিক স্কুলে।

#দেখুন 🎦 ভিডিও । 👇[embed] href="https://www.bankura24x7.com/the-work-of-making-maps-is-going-to-prevent-land-grabbing-of-the-forest-department-said-ccf/img-20190623-wa0069/" rel="attachment wp-att-5737">

Next Story