ক্রিকেট বিশ্বকাপ: ভারতের বিশ্বজয়ের কমনায় ভৈরবস্থান মন্দিরে পুজো দিয়ে লাড্ডু বিলি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর।
BY Manasi Das19 Nov 2023 12:57 PM IST

X
Manasi Das19 Nov 2023 12:59 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের কাউন্টডাউন শুরু।আর কয়েকঘন্টা পরেই শুরু বিশ্বজয়ের মহারণ। তার আগে বাঁকুড়া জুড়েও উন্মাদনা তুঙ্গে। ভারতের বিশ্বজয়ের কামনায় এদিন শহরের ভৈরব স্থান মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।সাথে ছিলেন বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রি শেখর দানা সহ প্রচুর ক্রিকেট প্রেমী। এদিন ভারতীয় ক্রিকেটারদের ফটো কালী মায়ের চরনে রেখে দলের নামে সংকল্পও করান কেন্দ্রীয় মন্ত্রী।পুজো শেষে নিজে হাতে প্রসাদের লাড্ডুও বিলি করেন তিনি।
পাশাপাশি, চলে ভারতের বিশ্ব জয় কামনা করে স্লোগান।সুভাষ বাবু বলেন তিনি ১০০% আশাবাদী যে ভারত এবার ক্রিকেটে বিশ্বসেরা হচ্ছে। আগাম ভারতীয় দলকে বিজয়ের শুভেচ্ছা জানান তিনি।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story