ডিএসএ বাঁকুড়া জেলা মহিলা ফুটবল লিগের প্রথম ডিভিশনের আজকের খেলার ফলাফল জেনে নিন।
BY Manasi Das14 Aug 2023 10:12 PM IST

X
Manasi Das14 Aug 2023 10:12 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া জেলা ক্রিয়া সংস্থার পরিচালিত মহিলা ফুটবল লিগের প্রথম ডিভিশনের আজকের প্রথম খেলায় অংশগ্রহণ করে মেজিয়া গার্লস হাই স্কুল বনাম খাতড়া পাশে আছি স্পোর্টস একাডেমি। এই খেলায় খাতড়া স্পোর্টস একাডেমি ২-০ গোলে জয় লাভ করে। এই খেলাতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খাতড়া স্পোর্টস একাডেমির খেলোয়াড় বৈশাখী টুডু অন্যদিকে,এদিনের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করে বিষ্ণুপুর ইউনাইটেড ক্লাব বনাম শময়িতা স্পোর্টস একাডেমি।এই খেলায় উভয় দলই কোন গোল করতে না পারায় ফলাফল হয় ০-০। অর্থাৎ খেলাটি ড্র হয়।
এই খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সময়িতা স্পোর্টস একাডেমির খেলোয়াড় শিখা সিনহা।
Next Story