বিশ্বকাপ উন্মাদনা,ভাঙ্গরা নাচে মাতোয়ারা বাঁকুড়া।
BY Manasi Das19 Nov 2023 2:32 PM IST

X
Manasi Das19 Nov 2023 2:32 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনা তুঙ্গে। বাঁকুড়া শহরে একদল ক্রিকেট প্রেমী মাতলেন ভাঙ্গরা নাচে। সাথে জিতেগা ভাই জিতেগা,ইন্ডিয়া জিতেগা ধ্বনি। শহরের রবীন্দ্রভবনে জায়েন্ট স্ক্রিনে খেলা দেকানোর ব্যবস্থ করেছে শহরের শাঁখারী পাড়া মুচকুন্দাতলার শিক্ষা সংঘ ক্লাব। ভারতের পতাকা,আর ক্রিকেটারদের কাটআউট নিয়ে উন্মাদনায় মেতেছেন এই ক্লাবের সদস্যরা। তাদের সাথে যোগ দিয়েছেন বাঁকুড়া পুরসভার ২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দেও।
👁️🗨️দেখুন🎦ভিডিও 👇
Next Story