মেডিটিপস ২৪X৭

শিশুদের নিউমোনিয়া ঠেকাতে বাঁকুড়া জেলাতেও শুরু হল বিনামূল্যে পিসিভি ভ্যাকসিন কর্মসুচী।

শিশুদের নিউমোনিয়া ঠেকাতে বাঁকুড়া জেলাতেও শুরু হল  বিনামূল্যে পিসিভি ভ্যাকসিন কর্মসুচী।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারা রাজ্যের সাথে আজ থেকে বাঁকুড়া জেলা জুড়ে চালু হল বিনামূল্যে শিশুদের নিউমোনিয়ার টিকাকরণ কর্মসুচী। এর ফলে নিউমোনিয়ার পাশাপাশি মেনিনজসিটিসে শিশু মৃত্যু ঠেকানো যাবে। এতদিন নিউমোনিয়ার নিউমোকক্কাল ভ্যাকসিন খোলা বাজারে চড়া দামে নিতে হত। পুরো ভ্যাকসিনের ডোজ নিতে খরচ পড়ত প্রায় ২৪০০ থেকে ৩,৮০০ টাকা পর্যন্ত। যা সব অবিভাবকদের আর্থিক সামর্থ্যে কুলোত না। ফলে বাঁকুড়ার মতো আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া জেলায় নিউমোনিয়ায় শিশু মৃত্যুর হার ছিল উদ্বেগজনক। এবার বিনামূল্যে দেড়মাস বয়স থেকে শিশুদের নিউমোনিয়া থেকে বাঁচাতে এই নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন (পিসিভি) ভ্যাকদিন দেওয়া হবে।

এদিন বাঁকুড়া শহরের ডেপুটি সিএমওএইচ অফিসে এই টিকাকরণ কর্মসুচীর আনুষ্ঠানিক সুচনা হল। বাঁকুড়া স্বাস্থ্য জেলার ডেপুটি সিএমওএইচ (৩) ডাঃ সজল কুমার বিশ্বাস জানান জেলায় নিউমোনিয়া ও মেনিনজাইটিসের কারণে শিশু মৃত্যু ঠেকাতেই সারা রাজ্যের সাথে জেলাতেও শিশুদের বিনামূল্যে এই পিসিভি টিকা প্রদান চলবে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story