পড়াশোনা ২৪X৭

ইয়ুথ স্কিল একাডেমি দিচ্ছে বিনামূল্যে প্রশিক্ষণ ও প্লেসমেন্ট, উৎকর্ষ বাংলা প্রকল্পে কম্পিউটার অ্যাপ্লিকেশন ও হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে।

ইউথ স্কিল একাডেমির বাঁকুড়া শহরের চাঁদমারীডাঙ্গায় রয়েছে প্রধান শাখা,এছাড়া মাকুড়গ্রাম,শালতোড়া, অমরকাননেও শাখা আছে।এই শাখা গুলিতে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে বিনামূল্যে নানান বৃত্তিমূলক কোর্সের পাঠ দেওয়া হয়।

ইয়ুথ স্কিল একাডেমি দিচ্ছে বিনামূল্যে প্রশিক্ষণ ও প্লেসমেন্ট, উৎকর্ষ বাংলা প্রকল্পে কম্পিউটার অ্যাপ্লিকেশন ও হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি, প্লেসমেন্টের ব্যবস্থা করে জেলায় ইতিমধ্যেই নজীর গড়ে ফেলেছে ইউথ স্কিল একাডেমি। বাঁকুড়া শহরের চাঁদমারীডাঙ্গায় রয়েছে এই একাডেমির প্রধান শাখা।এছাড়া মাকুড়গ্রাম,শালতোড়া,অমরকাননেও শাখা রয়েছে। এই শাখা গুলিতে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে বিনামূল্যে নানান বৃত্তিমূলক কোর্সের পাঠ দেওয়া হয়। বাঁকুড়া শাখায় কম্পিউটার এপ্লিকেশন এবং হোটেল ম্যানেজমেন্ট এই দুই কোর্সে ভর্তি চলছে৷পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং মাধ্যমিক পাশ করে থাকলে, বয়স যদি ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হয়,তাহলে আবেদন করতে পারবেন। প্রসঙ্গত,উৎকর্ষ বাংলা প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভলপমেন্ট-(Paschim Banga Society for Skill Development)

(PSSD) এর অধীনে পরিচালিত হয়।এটি ২০১৬ সালে শুরু হয়। উৎকর্ষ বাংলা (Utkarsh Bangla) পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা উন্নয়ন প্রকল্প, যার প্রধান উদ্দেশ্য হল রাজ্যের যুব সমাজকে বিভিন্ন পেশাগত কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে, কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা।এই প্রশিক্ষণ কেন্দ্রে কোর্স শেষে প্লেসমেন্ট সহ যাবতীয় স সহায়তা করা হয় বলে জানিয়েছেন, ইয়ুথ স্কিল একাডেমির এমডি পার্থ প্রতিম সরকার। এখানে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা তো আছেই। তাছাড়া কোর্স শেষে রয়েছে প্লেসমেন্টের ব্যবস্থাও। এই কেন্দ্রের প্রশিক্ষণের মান নিয়ে খুশী শিক্ষার্থীরাও।বিশেষ করে এখানকার শিক্ষক- শিক্ষিকাদের আন্তরিকতাতেও তারা মুগ্ধ। ইতিমধ্যেই এখানকার প্রচুর ছাত্র,ছাত্রী বিভিন্ন সংস্থায় সাফল্যের সাথে কাজ করছেন।

বাঁকুড়া ইয়ুথ স্কিল একাডেমির সেন্টার ইনচার্জ প্রিয়াঙ্কা পাল জানালেন,কোর্স শেষে জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দেওয়া হয়। এবং প্রতিটি কোর্স রাজ্য সরকার দ্বারা স্বীকৃত। অনেকে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শিল্প উদ্যোগী হিসেবেও প্রতিষ্ঠা লাভ করেছেন। ইয়ুথ স্কিল একাডেমির সারা জেলায় চারটি শাখায় এই উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে প্রশিক্ষণ দিয়ে থাকে। এখন প্রতিটি সেন্টারেই ভর্তি চলছে। বিস্তারিত জানতে কল করে নিতে হবে সেন্টারের হেল্প লাইন নাম্বারে।বাঁকুড়া চাঁদমারীডাঙ্গা সেন্টারের নাম্বার : 6296125095 এবং 7365012382। সংস্থার মাকুড়গ্রাম সেন্টারের নাম্বার হল :8637000509। এছাড়া অমরকানন সেন্টারের নাম্বার 9382843625 এবং 7001123670। ইয়ুথ স্কিল একাডেমির শালতোড়ার সেন্টারের যোগাযোগ নাম্বার হল : 8436335933 এবং 9382241220।

আপনি কোর্স করতে ইচ্ছুক থাকলে, আপনার বাড়ির নিকটবর্তী যে কোন সেন্টারের হেল্প লাইনে কল করে নিন এবং আবেদন করুন।আর, বিনামূল্যে নিজের ক্যারিয়ার গড়ে তুলুন।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story