পড়াশোনা ২৪X৭

উচ্চ মাধ্যমিকে সপ্তম ভেদুয়াশোল হাই স্কুলের ছাত্রী শিল্পা বড়ো হয়ে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিতে চায়।

ইন্দপুরের ভেদুয়াশোল হাই স্কুলের ছাত্রী শিল্পা গোস্বামীর প্রাপ্ত নাম্বার ৪৯১। যা শতাংশের নিরিখে ৯৮.২%। একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা শিল্পার এই সাফল্যে

উচ্চ মাধ্যমিকে সপ্তম ভেদুয়াশোল হাই স্কুলের ছাত্রী শিল্পা বড়ো হয়ে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিতে চায়।
X

বাঁকুড়া২৪X৭প্রতবেদন : বাঁকুড়ার ইন্দপুরের বৃন্দাবনপুর গ্রামে উৎসবের আবহ। এই গ্রামের মেয়ে শিল্পা উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় সপ্তম স্থান অর্জন করেছে। ইন্দপুরের ভেদুয়াশোল হাই স্কুলের ছাত্রী শিল্পা গোস্বামীর প্রাপ্ত নাম্বার ৪৯১। যা শতাংশের নিরিখে ৯৮.২%। একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা শিল্পার এই সাফল্যে পরিবার,পরিজনদের শুভেচছা জানানোর কার্যত হিড়িক পড়ে যায়। ভবিষ্যতে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেওয়ার ইচ্ছে রয়েছে শিল্পার।মেয়ের এই সাফল্যে খুশী শিল্পার বাবা বিধান গোস্বামী সহ পুরো পরিবার।তিনি চান মেয়ে তার ইচ্ছে মতো পড়াশোনা করুক। ইচ্ছার বিরুদ্ধে জোর করে কোন কিছু চাপিয়ে দেওয়ার ঘোরতর বিরোধী তিনি। তাই শিল্পা নিজের পছন্দের বিষয় নিয়েই পড়াশোনা করবে বলে স্পষ্ট জানিয়ে দেন বিধান বাবু।

শিল্পা ইন্দপুরের গ্রামে থেকেও যে ভাবে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়েছে, তা অবশ্যই কুর্নিশ যোগ্য৷ বাঁকুড়া২৪x৭পরিবারের পক্ষ থেকে শিল্পীর জন্য রইল অনেক,অনেক শুভেচছা।

👁️‍🗨️দেখুন ভিডিও 🎦👇


Next Story