Home > নানাবিধ > আগাম আবহাওয়া > bankura weather update: কুয়াশার চাদরে ঢাকল শহর।জেনে নিন আজকের আবহাওয়া আপডেট।
bankura weather update: কুয়াশার চাদরে ঢাকল শহর।জেনে নিন আজকের আবহাওয়া আপডেট।
BY Admin30 Jan 2024 5:11 AM GMT
X
Admin30 Jan 2024 5:11 AM GMT
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : শহর ঢাকল কুয়াশার চাদরে।সাত সকালে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে চারিদিক। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার আইকন স্তম্ভ ঢেকে যায় কুয়াশায়।এক লহমায় কমে যায় দৃশ্যমান্যতা। সমস্যায় পড়েন পথ চলতি মানুষজন।শহরের পাড়ার রাস্তা থেকে রাজ্য ও জাতীয় সড়ক গুলিতেও কুয়াশার জেরে যানচলাচলের স্বাভাবিক ছন্দ ব্যহত হয় এদিন।এদিকে হাওয়া অফিস জানাচ্ছে এদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রীর আসেপাশে। আকাশ থাকবে মেঘলা।তবে বেলার দিকে রোদ উঠবে। সর্ব্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৬ ডিগ্রী পর্যন্ত।এদিন মাটি থেকে মেঘের উচ্চতা প্রায় ৬০০ মিটার।
ফলে কনকনে অনুভূতি থাকবে ভোর ও সন্ধ্যার দিকে।দৃশ্যগ্রাহ্যতা থাকবে ৭-৮ কিলোমিটারের মধ্যে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story