আগাম আবহাওয়া

আজ দিনভর বাঁকুড়া জেলা জুড়ে বৃষ্টির ঘনঘটা থাকছে। বইবে ঝোড়ো হাওয়াও।

আজ দিনভর বাঁকুড়া জেলা জুড়ে বৃষ্টির ঘনঘটা থাকছে। বইবে ঝোড়ো হাওয়াও।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় আজ দিনভর বৃষ্টির ঘনঘটার থেকে রেহাই নেই।বজ্র-বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আগাম আবহাওয়ার সতর্কতায় জানিয়েছে আওয়া অফিস। এই ঝড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার (দক্ষিণ -পুর্ব) হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিতাসের কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। দিনে আপেক্ষিক আদ্রতা ৯১% এবং রাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলার বিভিন্ন এলাকায়। এবং রাতের আকাশ থাকবে ধোঁয়াশাচ্ছন্ন। তবে ঝোড়ো হাওয়ার গতিবেগ কমবে। তা কমে ঘন্টায় ৫ কিমি হতে পারে। এবং তা পূর্ব -দক্ষিন- পূর্ব দিকে বইতে বারে এমনকি এই দিকও পরিবর্তন হতে পারে। অর্থাৎ আজ বুধবার বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার লুকোচুরি চলবে দিনরাত।

আর সারাদিন আকাশের মুখ থাকছে গোমড়া। সুর্যি মামার দেখা মেলা অধরাই থাকছে। তবে বৃহস্পতিবার থেকে পট পরিবর্তন হবে জেলার আবহাওয়ার।



Next Story