জঙ্গলমহল খাতড়া

জঙ্গল মহলে হাতির অবস্থান জানাতে চালু মিস কল এলার্ট সার্ভিস। পাঁচ ভাগে ছত্রভঙ্গ হাতির দলকে বান্দোয়ানে পাঠানোর চেষ্টা বন দপ্তরের।

জঙ্গল মহলে হাতির অবস্থান জানাতে চালু মিস কল এলার্ট সার্ভিস। পাঁচ ভাগে ছত্রভঙ্গ হাতির দলকে বান্দোয়ানে পাঠানোর চেষ্টা বন দপ্তরের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : একই দিনে রানিবাঁধে হাতির হানায় জোড়া মৃত্যুর ঘটনার জেরে অবশেষে টনক নড়ল বনদপ্তরের! জঙ্গল মহলে হাতিদের অবস্থানের লাইভ আপডেট জানাতে জেলার দক্ষিণ বনবিভাগ চলু করল টোল ফ্রি নাম্বার। এই নাম্বারে (8800418585) ফোন করে মিস কল দিলেই মোবাইলে এসএমএসের মাধ্যমে, হাতির গতিবিধির তাজা আপডেট মিলবে। পাশাপাশি, ম্যাসেজের মাধ্যমে আম জনতাকে সতর্কও করবে বনদপ্তর। প্রসঙ্গত,বুধবার বুধখিলায় হাতির হানায় দুই গ্রামবাসী ধরণি সর্দার ও বাসন্তী সিং সর্দারের মৃত্যু হয়। জানা গিয়েছে, বুধবার ময়নাতদন্তের পর বিকেলে গ্রামে মরদেহ ফিরলেও,হাতির আতঙ্কে সন্ধ্যায় আর শেষকৃত্য করার সাহস হয়নি গ্রামবাসীদের।কারন,শ্মশানের আশপাশেই ঘাঁটি গেড়ে ছিল বেশকয়েকটি হাতি। বুধখিলা গ্রামের বাসিন্দা জীতেন্দ্রনাথ সর্দার বলেন, হাতিরা যে কোনও সময় হামলা করতে পারে সেই ভয়েই সন্ধ্যার পর আর শেষকৃত্যের কাজ করা যায়নি। রাতভর বাড়িতেই মরদেহ দুটি রাখা ছিল ।বৃহস্পতিবার সকালের পর সমাধিস্থ করা হয়।

অন্যদিকে,প্রায় ৩০টি হাতির পাল এখন পাঁচ ভাগে ছত্রভঙ্গ হওয়ায় হাতিদের বাগে আনতে হিমসিম খেতে হচ্ছে বন দপ্তরকে। এই হাতির দলকে এক সাথে জড়ো করে,পুরুলিয়ার বান্দোয়ানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বনদপ্তর। শেষ আপডেট অনুযায়ী,হাতির দলের জঙ্গল মহলে অবস্থান রয়েছে বাঁকুড়া দক্ষিণ বনবিভাগের বনক্ষেত্রের পিঠাবাকরা মৌজা, দুবরাজপুর বীট, সারেঙ্গা রেঞ্জ, হাতি : ৪ টি, নিশ্চিন্তপুর মৌজা, মোটগোদা – ২ বীট, মোটগোদা রেঞ্জ, হাতি : ৮ টি, চুয়াগারা মৌজা, পিরোরগাড়ি – ২ বীট, পিরোরগাড়ি রেঞ্জ, হাতি : ৬ টি , মৌলা মৌজা রানীবান্ধ বীট, রানীবান্ধ রেঞ্জ, হাতি : ৫ টি এবং পানিজিয়া মৌজা রানিবাঁধ বীট, রানিবাঁধ রেঞ্জ, হাতি : ৫ টি । এই এলাকার সকলকে সতর্ক থাকার ও রাতে সাবধানে চলাফেরা করার আবেদন জানিয়েছে বনদপ্তর।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/the-mp-recorded-the-absence-of-staff-by-opening-the-closed-post-office-gate-at-bankura-on-lf-and-cong-join-strike-day/img-20200108-wa0027_1024x1280_768x960/" rel="attachment wp-att-7702">

Next Story