Home > জঙ্গলমহল খাতড়া > অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের অনুষ্ঠানে নেচে নজর কাড়লেন বিধায়ক জ্যোৎস্না মান্ডি।
অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের অনুষ্ঠানে নেচে নজর কাড়লেন বিধায়ক জ্যোৎস্না মান্ডি।
BY Bankura 24x78 Dec 2019 7:09 AM GMT

X
Bankura 24x78 Dec 2019 7:09 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সাংস্কৃতিক সংহতি উৎসবে নৃত্য শিল্পীদের সাথে নাচে পা মেলালেন রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি। শনিবার বিকেলে খাতড়ায় এই আদিবাসী সংগঠনের এই অনুষ্ঠানে বিধায়িকার নাচে অংশগ্রহণে খুশী নৃত্য শিল্পীরাও। এদিন সাঁওতালী সংস্কৃতিকে তুলে ধরতেই এই অনুষ্ঠানের অয়োজন করা হয়। নাচ,গান,সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আদিবাসী সাহিত্যের নানা বইয়ের পসরাও সাজানো ছিল উৎসব প্রাঙ্গণে।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story