নজরে ভোট

ফের ২৮ এর গেরোয় তুষার! ভোটের আগেই জেলায় ১০ আসন দখল তৃণমূলের।বিপাকে বিরোধীরা।

ফের ২৮ এর গেরোয় তুষার! ভোটের আগেই জেলায় ১০ আসন দখল তৃণমূলের।বিপাকে বিরোধীরা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দলবদলে ২৮ তারিখটা কিছুতেই পিছু ছাড়ছে না বিষ্ণুপুরের বিধায়ক তুষার ভট্টাচার্যকে। ফের ২৮ এর গেরোয় পড়ে দল বদলে হ্যাট্রিক করে ফেললেন এই বর্ষীয়ান নেতা। গত বছর ২৮ শে মে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। আর আজ ২৮ শে আগস্ট ফের দলবদল। এবার ফিরে এলেন তৃণমূলে। ইনি অবশ্য তার রাজনৈতিক জীবনে দল বদলকেই ইউ,এস,পি বানিয়ে ফেলেছেন। ২০১৬ সালে বাম- কংগ্রেস জোটের হয়ে জাতীয় কংগ্রেসের প্রতীকে বিষ্ণুপুরে বিধায়ক নির্বাচিত হন তিনি। এবং তৃণমূল প্রার্থী শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে তিনি ৮৯১ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তবে বিধায়ক হওয়ার কিছু দিনের মধ্যেই তিনি তার দল বদলে ২০১৬ সালেই ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এর পর ঘাস ফুল ছেড়ে পদ্ম শিবির হয়ে ফের ঘাস ফুলের পতাকা তুলে নিলেন তিনি। আজ জেলা তৃণমূল ভবনে তৃণমূল জেলা চেয়ারম্যান শুভাশিস বটব্যাল ও জেলা সভাপতি শ্যামল সাঁতরা তুষার বাবুর হাতে দলীয় পতাকা তুলেদেন। ফলে এদিন বিধায়ক হিসেবে দলবদলে হ্যাট্রিক করলেন তুনি। গুঙন, জেলার রাজনীতিতে দল বদলে তিনি আইকন বনে গিয়েছেন। ৭০ এর দশকে তিনি জনসংঘের নেতা ছিলেন। তার পর কখনও কংগ্রেস,কখনও ফরোয়ার্ড ব্লক,বা কখনও তৃনমুল তো আবার কখনও বিজেপি তো ফের তৃণমূল এমন রুটিন দল বদলের সাক্ষী বিষ্ণুপুর বাসী। তাই তাদের কাছে আজকের ঘটনায় কোন চমক নেই। এদিকে, তুষারবাবুর দাবী, বিজেপিতি গিয়েছিলেন দিদির ওপর অভিমান করে। এবার, সেই অভিমান ভুলে তৃণমূলে ফিরে এলেন। যদিও বিজেপি তার এই দল বদল কে কটাক্ষ করতে ছাড়েনি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি হরকালী প্রতিহার বলেন তুষার বাবু রাজনৈতিক ঢেকী তাই ধান ভানছেন। মানুষের সেবার জন্য নয় নিজের স্বার্থে দল বদল করলেন।
এদিকে, এই নেতার দল বদল নিয়ে তর্ক,বিতর্কের মধ্যেই বিধানসভা ভোটের আগে জেলার ১২ আসনের মধ্যে ১০ আসন নিজেদের কব্জায় আনল তৃণমূল। আর দুটি আসন পড়ে রইল। এই দুটিতেই বাম বিধায়ক। একটি বড়kজোড়া আর অন্যটি সোনামুখী। এই দুইয়ের মধ্যে নাকি সোনামুখীর বিধায়ক কে দলে টানার কৌশল নিয়েছে রাজ্যের শাসক দল এমন জল্পনাও শোনা যাচ্ছে এলাকায়। তবে তা আদৌ সত্য কিনা তা সময়ই বলবে।
দেখুন 🎦 ভিডিও। 👇

/wp:core-embed/youtube -->

/wp:core-embed/youtube -->

Next Story