#Election Breaking News : আজ নির্বাচনী জনসভায় শহরে মোদী - মমতা।
BY Bankura 24x79 May 2019 7:35 AM IST

X
Bankura 24x79 May 2019 7:35 AM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ শহরে কয়েক ঘন্টার ব্যবধানে দুই মেগা জনসভা ঘিরে উন্মাদনা তুঙ্গে! সকাল ন'টা নাগাদ শহরের উপকন্ঠে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কাছে কমলাডাঙ্গা মাঠে বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে সবা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, মোদীর পাল্টা সভা করবেন দিদিও। বেলা ১১টা নাগাদ শহরের তামলীবাঁধ স্টেডিয়ামে সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই মেগা র্যালী ঘিরে সাজ,সাজ রব দুই শিবিরে। বিজেপি ও তৃণমূল একে অপরকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমে পড়েছে। পাশাপাশি আম জনতাও মুখিয়ে আছে বাঁকুড়ায় মোদী কি বলেন আর তার পল্টা সভায় দিদি কী জবাব দেন তা জানতে। অন্যদিকে, এই দুই মেগা র্যালীর জেরে আজ শহরে প্রচুর লোক সমাগম সামাল দিতে তৈরি পুলিশ প্রশাসনও।
Next Story