Home > ব্রেকিং নিউজ > গাছের মগডালে সিঁড়ি লাগিয়ে ,দড়ির ফাঁসে আভিনব কায়দায় অসুস্থ হনুমান উদ্ধার বন দপ্তরের।
গাছের মগডালে সিঁড়ি লাগিয়ে ,দড়ির ফাঁসে আভিনব কায়দায় অসুস্থ হনুমান উদ্ধার বন দপ্তরের।
BY Bankura 24x722 March 2019 12:03 PM IST

X
Bankura 24x722 March 2019 12:03 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গ্রামের ক্লাবের ছেলেদের তৎপরতায় চিকিৎসার সুযোগ মিলল একটি অসুস্থ হনুমানের। গাছের মগডাল থেকে সিঁড়ি কাঠ লাগিয়ে দড়ির ফাঁসে হনুমানটিকে বেঁধে প্রথমে খাঁচায় বন্দী করেন বন কর্মীরা। তার পর গাড়ি করে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনাটি, জেলার আঁচুড়ি অঞ্চলের পাপুড়দা গ্রামের।গ্রামের এক বাসিন্দার বাড়ীতে অসুস্থ হনুমানটি গাছের ওপর আশ্রয় নিয়েছিল।পাপুড়দা ইয়ুথ ক্লাবের ছেলেরা ঘটনা জানতে পেরে সাথে,সাথে বন দপ্তরে খবর দেয়। এর পর গ্রামে হাজির হন বন কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় বন কর্মীরা হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
#দেখুন 🎦 ভিডিও 👇[embed]
Next Story