ব্রেকিং নিউজ

শহরে মহিলা কলেজে বিল্ডিং উদ্বোধনী অনুষ্ঠান ও প্রশাসনিক বৈঠকে যোগ দিলেও, সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন সাংসদ মুনমুন সেন!

শহরে মহিলা কলেজে বিল্ডিং উদ্বোধনী অনুষ্ঠান ও প্রশাসনিক বৈঠকে যোগ দিলেও, সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন সাংসদ মুনমুন সেন!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : অনেক দিন পর আজ জেলায় পা রাখলেন বাঁকুড়ার তারকা সাংসদ মুনমুন সেন।এদিন শহরের সারদামণি মহাবিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের বিল্ডিং ও একটি হোস্টল বিল্ডিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধনে যোগ দেন তিনি।এই দুটি প্রকল্পে সাংসদ তহবিল থেকে এই কলেজকে মোট ৬০ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন মুনমুন দেবী।

এছাড়াও,এদিন বিকেলে,জেলার সার্কিট হাউসে জেলা প্রশাসনিক আধিকারিকদের সাথে, তার সাংসদ কোটার উন্নয়ন তহবিলের খরচ-খরচা সংক্রান্ত এক বৈঠকেও যোগ দেন তিনি।

এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক উমাশঙ্কর এস সহ অন্যান্য অধিকারিকরাও।

তবে,দিনভর জেলায় থাকলেও সাংবাদিকদের মুখোমুখী হয়ে প্রশ্নবান থেকে নিজেকে বাঁচাতে এদিন একটু বেশীই তৎপর ছিলেন সাংসদ মুনমুন দেব বর্মা!

সাম্প্রতিক জেলার রাজনৈতিক পরিস্থিতিতে, সাংবাদিকদের কাছে মন্তব্য করে, পাছে কোনো বিতর্কে জড়িয়ে পড়েন? এমন আশঙ্কা থেকেই, তিনি সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন বলে মনে করা হচ্ছে!

Next Story