ব্রেকিং নিউজ

সাংসদ সৌমিত্রের শ্বশুরবাড়ির বিরুদ্ধে পুলিশি তদন্তে অসহযোগিতার নালিশ! বড়জোড়া থানায় জিডি দায়ের!

সাংসদ সৌমিত্রের শ্বশুরবাড়ির বিরুদ্ধে পুলিশি তদন্তে  অসহযোগিতার নালিশ! বড়জোড়া থানায় জিডি দায়ের!
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : পাত্রসায়র থানার মামুদপুরের বালির অবৈধ কারবারে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের যোগসাজসের অভিযোগের তদন্ত করতে গিয়ে সাংসদের শ্বশুর বাড়ীর বিরুদ্ধে পুলিশি তদন্তে অসহযোগিতার নালিশ জানাল পাত্র সায়র থানার পুলিশ।পাশাপাশি,এখানে মোতায়েন করা সিআইএসএফের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ারও প্রশ্ন তোলা হয়েছে বলে জানা গেছে।

জেলা পুলিশ সূত্রে আরও জানা গেছে, বড়জোড়া থানায় পাত্রসায়র থানার পক্ষ থেকে এই ঘটনায় একটি জেনারেল ডাইরি দায়ের করা হয়েছে।জেলা পুলিশ সুত্রে খবর,সম্প্রতি পাত্রসায়র থানার একটি বে আইনি বালি পাচারের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়,তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে পুলিশ পুরো ঘটনায় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে কোতুলপুরে সৌমিত্রের পার্টি অফিস কাম রেসিডেন্স এবং বাঁকুড়া শহরে সৌমিত্রের একটি ফ্ল্যাটে তল্লাসি চালায় এবং এরপর, তার বড়জোড়ার শ্বশুর বাড়িতেও তল্লাসি করতে যায় পাত্র সায়র থানার পুলিশ।তখনই সৌমিত্রের স্ত্রী সহ অন্যান্যরা পুলিশকে তল্লাসির কাজে বাধা দেন বলে, পুলিশ অভিযোগ তোলে।এবং পাত্র সায়র থানার পুলিশ বড়জোড়া থানায় এই মর্মে একটি জিডি লিপিবদ্ধও করে।

জানা গেছে,১লা ফেব্রুয়ারী রাতে পুলিশের তল্লাসি ঠেকানোর জন্য সাংসদের শ্বশুর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সাথে জেলা পুলিশের তুমুল বাগ বিতন্ডাও হয়। প্রয়োজনীয় কাগজপত্র না দেখানোয় কেন্দ্রীয় বাহিনী তল্লাশি করতে দেয়নি বলেও জানা গেছে।

অন্যদিকে, সৌমিত্র খাঁ জানিয়েছেন, তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন।তার স্ত্রী তল্লাসিতে বাধা দেননি।আইন মতে সূর্যাস্তের পর কোনো মহিলার বাসভবনে তল্লাশি করা সমীচীন নয়। তাই, পুলিশকে দিনের বেলায় আসার অনুরোধ করা হয়েছিল। এমনকি খানা তল্লাশির প্রয়োজনীয় কাগজপত্র কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের পুলিশ দেখাতে পারেনি বলে তারাও তল্লাশি করতে নিষেধ করেন।

এবং পুলিশ পিছু হটে। তার পর পুলিশ আষাড়ে গল্প ফেঁদে শ্বশুর বাড়ির লোকজনকে পুলিসের ফাঁদে ফেলতে চাইছে! এছাড়াও সৌমিত্র বাবুর দাবী, আসলে বিজেপিতে যোগ দেওয়ার প্রতিশোধ নিতেই, সরকার পুলিশ দিয়ে মিথ্যা মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করছে, বলেও শাসক দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন সৌমিত্র।এবং এই জন্য তিনি সিবিআইয়ের দ্বারস্থ হবেন বলেও জানান।

Next Story