ব্রেকিং নিউজ

"বাংলায় গণতন্ত্র নেই ! তাই, দিদি ছেড়ে মোদীর হাত ধরে বাংলার বিকাশ ঘটাতে চাই"-বিজেপিতে যোগদানের পর প্রতিক্রিয়ায় জানালেন সৌমিত্র। #দেখুন ভিডিও।

বাংলায় গণতন্ত্র নেই ! তাই, দিদি ছেড়ে মোদীর হাত ধরে বাংলার বিকাশ ঘটাতে চাই-বিজেপিতে যোগদানের পর প্রতিক্রিয়ায় জানালেন সৌমিত্র। #দেখুন ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাংলায় গণতন্ত্র নেই!বাংলার মানুষ ভোট দিতে পারেনা, তাই বাংলার সরকারকে ধিক্কার জানিয়ে, দিদিকে ছেড়ে এবার মোদী,অমিত শাহের হাত ধরে বাংলায় "সবার বিকাশ"- ঘটাতে ঘাঁসফুলের শিবির বদলে,পদ্মফুল শিবিরে যোগ দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ।

আজ দিল্লীতে বিজেপিতে যোগ দেওয়ার পর সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানান সদ্য বিজেপিতে যোগদানকারী এই সাংসদ।

আজ, দিল্লীর বিজেপির সদর দপ্তরে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের হাাত ধরে তিনি বিজেপিতে যোগদান করলেন। সাথে ছিলেন রাজ্য বিজেপি নেতা মুকুল রায় সহ অন্যান্য নেতৃ বর্গ।

গত লোকসভা ভোটে, জাতীয় কংগ্রেসের শিবির বদলে মুকুল রায়ের নেতৃত্বে তৃণমুলে যোগ দিয়ে সাংসদ হিসেবে জয়ী হন তিনি।

এবার লোকসভা ভোটের প্রাক্কালে আবার মুকুল রায়ের নেতৃত্বেই তৃণমূল শিবির ছেড়ে, বিজেপিতে যোগ দিলেন এই ডাকাবুকো সাংসদ। জেলার রাজনৈতিক মহলে গুঞ্জন, এবার লোকসভায় সৌমিত্র বাবুকে তৃণমূল যে টিকিট দেবেনা তা, অনুমান করেই বিজেপিতে যোগদান করলেন এই বিতর্কিত সাংসদ।

আর, তার ঠিক আগেই ফেসবুকে লাইভ করে বিষ্ণুপুরের এসডিপিওর বিরুদ্ধে তাকে খুনের চক্রান্তের অভিযোগ তুলে আলোড়োন ফেলে দেন।পাশাপাশি,তার আপ্ত সহায়ক গোপীকে অপহরনেরও অভিযোগ তোলেন।

এদিকে, গোপী ওরফে সুশান্ত দাঁকে আজ অবশ্য বিষ্ণুপুর পুলিশ অস্ত্র আইনে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলে।

#দেখুন ভিডিও।[embed]

Next Story