জঙ্গলমহল খাতড়া

সারেঙ্গায় জলের ট্যাংক ভাঙ্গার পিছনে কাটমানি আর সিন্ডিকেট যোগের অভিযোগ তুলে সরব সাংসদ সুভাষ সরকার।

সারেঙ্গায় জলের ট্যাংক ভাঙ্গার পিছনে কাটমানি আর সিন্ডিকেট যোগের অভিযোগ তুলে সরব সাংসদ সুভাষ সরকার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সারেঙ্গার ফতেডাঙ্গায় হুড়মুড়িয়ে বিশাল জলের ট্যাংক ভেঙ্গে পড়ার ঘটনায় এবার রাজনৈতিক তর্জা কার্যত শুরু হয়ে গেল! শাসক দলের বিরুদ্ধে কাটমানি আর সিন্ডিকেট যোগের ত্বত্ত্ব খাড়া করে এই জলের ট্যাংক ভাঙ্গার ইস্যুতে সরব হল বিজেপি। বিজেপির রাজ্য সহ সভাপতি তথা বাঁকুড়া লোকসভার সাংসদ ডাঃসুভাষ সরকার তারই লোকসভা অন্তর্ভুক্ত সারেঙ্গার ফতেডাঙ্গা গ্রামে তৈরী করার মধ্যে তাসের ঘরের মতো মস্ত এই জলের ট্যাংক ভেঙ্গে পড়ার বিভ্রাটে সরাসরি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন! তিনি সাফ বলেন, কেন্দ্রীয় সরকারের পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন তহবিলের টাকায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বানানো এই জলের ট্যাংক তৈরিতে কত টাকার কাটমানি লেনদেন হয়েছে তা শাসক দল ও দপ্তর নিজেরাই তদন্ত করে প্রকাশ্যে আনুক এই দাবীও তুলেছেন সাংসদ

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/the-mp-recorded-the-absence-of-staff-by-opening-the-closed-post-office-gate-at-bankura-on-lf-and-cong-join-strike-day/img-20200108-wa0027_1024x1280_768x960/" rel="attachment wp-att-7702">

Next Story