ব্রেকিং নিউজ

সিএএ'র সমর্থন সভায় যোগ দিতে এসে আদিবাসীদের সাথে নেচে, করতাল বাজিয়ে বছর শেষের আনন্দে মাতলেন সাংসদ সুভাষ সরকার।

সিএএর সমর্থন সভায় যোগ দিতে এসে আদিবাসীদের সাথে নেচে, করতাল বাজিয়ে বছর শেষের আনন্দে মাতলেন সাংসদ সুভাষ সরকার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সিএএ ও এনআরসি'র সমর্থন সভায় যোগ দিতে এসে আদিবাসীদের সাথে নেচে,গেয়ে ও করতাল বাজিয়ে বছর শেষের আনন্দে মাতলেন বাঁকুড়া লোকসভার সাংসদ সুভাষ সরকার। এদিন, জেলার মেজিয়া ব্লকের নন্দনপুর মোড় থেকে মেজিয়া পর্যন্ত সিএএ ও এনআরসি'র সমর্থনে মিছিল ও সভার আয়োজন করে জেলা বিজেপি।

এই মিছিলে অংশ নেওয়া আদিবাসী রমনীদের নাচের দলের সাথে কোমর দোলান বিজেপি সাংসদ সুভাষ বাবু। পাশাপাশি, বিশাল দুই করতাল হাতে তুলে নিয়ে তা ধামসা,মাদলের তালে,তালে, তা বাজিয়ে, "হাততালি" কুড়োন তিনি।

এর পর সভায় যোগ দেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিএএ কেন দেশে প্রয়োজন এবং এই আইন জন বিরোধী নয় তার ব্যাখ্যা করেন সুভাষ সরকার।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/centenary-celebrations-of-bankura-dharmashala/img-20191229-wa0021_1600x1066_1200x600_1280x640_1600x800/" rel="attachment wp-att-7570">

Next Story