জঙ্গলমহল খাতড়া

ইঁন্দপুরের চাকলতোড় গ্রামে রেশন দোকানে হানা দিলেন বিডিও।

ইঁন্দপুরের চাকলতোড় গ্রামে রেশন দোকানে হানা দিলেন  বিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : খেয়াল খুশী মতো রেশন দোকান খোলা ও উপভোক্তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ পেয়ে আজ ইঁন্দপুর ব্লকের চাকলতোড় গ্রামের একটি রেশন দোকানে হানা দেন ইঁন্দপুরের বিডিও গোপাল বন্দ্যোপাধ্যায়।

রেশন দোকানের মালিক অশোক দত্তকে সতর্ক করে দেওয়া হয়। এবং এরপর অভিযোগ উঠলে, কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বিডিও বলে জানা গেছে।

গ্রামবাসীদের সাথে খারাপ আচরনের পাশাপাশি রেশন দোকান খোলার কোনো সরকারি নিয়ম দীর্ঘদিন ধরে মানা হত না বলে অভিযোগ উঠছিল। শেষে, এই অভিযোগ বিডিওর কাছেও পৌঁছয়। তার পরই জয়েন্ট বিডিওকে সাথে নিয়ে, আজ সকালে রেশন দোকানে আচমকা হানা দেন বিডিও।

গ্রামের মানুষের দাবী, এরপরও যদি রেশন দোকানী নিজের ভুল না সংশোধন করেন তা হলে গ্রামবাসীরা কড়া পদক্ষেপ নেবেন।

#দেখুন ভিডিও।

[embed]

Next Story