নজরে ভোট

"আমরা আদালতে গেলে অভিষেক কে ক্ষমা চইতে হবে! "কেন এমনটা বললেন মুকুল রায়? জানতে দেখুন এই প্রতিবেদন।

আমরা আদালতে গেলে অভিষেক কে ক্ষমা চইতে হবে! কেন এমনটা বললেন মুকুল রায়?  জানতে দেখুন এই প্রতিবেদন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আমরা আদালতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেও রাহুল গান্ধীর মতো ক্ষমা চাইতে হবে। বিষ্ণুপুর লোক সভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে নির্বাচনী জন সভায় দাগী আসামীর তকমা দেওয়ায় ইস্যুতে প্রতিক্রিয়া দিতে গিয়ে আজ এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়। আজ বাঁকুড়া শহরে দলীয় প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে দলের মহিলা মোর্চার উদ্যোগ্যে আয়োজিত রোড় শোতে আংশ নেন তিনি।লালবাজার থেকে শুরু হওয়া রোড শো পরিক্রমার পথে গাড়ী থেকে নেমে মহামায়া মন্দিরে প্রণামও করেন মুকুল বাবু। তিনি সাংবাদিকদের বলেন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে সন্ত্রাস চলছে। পাশাপাশি, এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর ভুমিকা নিয়েও অসন্তুষ্টিও প্রকাশ করেন তিনি।

#দেখুন 🎦ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/bishnupur-tmc-candidates-vote-campaign/img-20190222-wa0013-2/" rel="attachment wp-att-3983">

Next Story