Home > নজরে ভোট > এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নজরবন্দী করার দাবীতে সরব হলেন মুকুল রায়। #দেখুন 🎦 ভিডিও।
এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নজরবন্দী করার দাবীতে সরব হলেন মুকুল রায়। #দেখুন 🎦 ভিডিও।
BY Bankura 24x75 May 2019 8:28 PM IST

X
Bankura 24x75 May 2019 8:28 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে "নজর বন্দী " করার দাবী তুলে সরব হলেন বিজেপি নেতা মুকুল রায়। তার আভিযোগ, পুলিশ কে কাজে লাগিয়ে রাজ্যে সন্ত্রাস চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সুষ্ঠ ভাবে ভোট করতে হলে আগে তাকে নজর বন্দী করা দরকার। মুখ্যমন্ত্রীর কনভয়ে জয় শ্রী রাম বলার দায়ে চার জনের গ্রেপ্তারীর ঘটনারও কড়া সমালোচনা করেন মুকুল রায়। আজ বিষ্ণুপুরের দলীয় প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে রোড শোতে অংশ নিতে এসে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে নজর বন্দীর দাবী তুললেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হচ্ছে বলেও দাবী করেন তিনি।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story