জঙ্গলমহল খাতড়া

ঝড়ে লন্ড,ভন্ড নারকেলি গ্রাম পরিদর্শনে জেলার প্রশাসনিক কর্ত্তারা,বিলি হল ত্রাণও।

ঝড়ে লন্ড,ভন্ড নারকেলি গ্রাম পরিদর্শনে জেলার প্রশাসনিক কর্ত্তারা,বিলি হল ত্রাণও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ঝড়ের তান্ডবে লন্ড ভন্ড হয়ে যাওয়া নারকেলি গ্রামে ছুটে গেলেন বিধায়ক জ্যোৎস্না মান্ডি। আজ সকালে পুরো গ্রাম ঘুরে দেখেন তিনি। এছাড়াও দুপুরে জেলাশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্তারাও নারকেলিতে যান।

ক্ষনিকের ঝড়ে গ্রামের প্রায় ৫০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। বেশীর ভাগ বাড়ীর চালা উড়ে গেছে। এমনকি টিনের ছাওনি ছাদ থেকে উড়ে রাস্তায় পড়ে গিয়েছে। কাঁচা বাড়ীর পাশাপাশি,পাকা বাড়ীও ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি গরীব পরিবার সব হারিয়ে পথে বসেছেন। তাদের খোঁজ খবর নিতেই আজ সকালে গ্রামে যান বিধায়ক। গতকাল রাতে বাঁকুড়া২৪X৭ নিউজ পোর্টালের মাধ্যমে প্রথম এই খবর জানতে পারেন জ্যোৎস্না দেবী, কিন্তু রাতে পৌঁছাতে পারেন নি।তাই সকালেই ঘটনা স্থলে যান। গ্রাম বাসীদের সাথে কথা বলেন। কিন্তু, নির্বাচনী আচরণ বিধি লাগু থাকায় তিনি নিজে সাহায্য করতে যে অপারগ তাও জানান গ্রামের মানুষদের। পাশাপাশি, ঘটনাটি ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের নজরে এনে তিনি সরকারি স্তরে ত্রাণের ব্যবস্থা করছেন বলেও সংবাদ মাধ্যম কে জানান। গোটা গ্রাম ধ্বংসস্তুপের আকার নিয়েছে!রাস্তা জুড়ে পড়ে আছে খড়,টালি,বা টিনের চালার ভগ্নাবশেষ। প্রাণহানি না ঘটলেও কয়েক জন অল্প,বিস্তর জখম হন।তবে গবাদি পশুও আঘাত পায়। কিছু পাখি মারাও পড়ে। এই ঝড়ের গতি প্রকৃতির মিল রয়েছে টর্নেডোর সাথে। ঝড়ের আগে অদ্ভুত দৃশ্য আকাশে নজরে পড়ে। হাতির শুঁড়ের মতো অবয়ব আকাশে ভেসে ওঠার পরেই ধেয়ে আসে তীব্র ঝড়। এক লহমায় মুকুটমণিপুর জলাধারের লাগোয়া নারকেলি গ্রামের ঘর,বাড়ী ধূলোয় মিশিয়ে দেয়। গতকাল বিকেলে ঘটনা ঘটলেও সাথে,সাথে কোনো প্রশাসিক সহায়তা মেলেনি বলেও গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন। পরে অবশ্য জেলাশাসক উমা শঙ্কর এস, পুলিশ সুপার কোটেশ্বর রাও ঘটনা স্থলে যান। জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ,ত্রিপল,পলিথিন বিলি করা হয়েছ। জেলাশাসক উমা শঙ্কর এস জানান,প্রশাসন ক্ষতিগ্রস্থ গ্রামবাসীদের সব ধরনের সহায়তা করবে। অবেদন করলে তারা সেই মতো ক্ষতিপূরণও পাবেন।

#দেখুন 🎦ভিডিও।[embed] href="https://www.bankura24x7.com/storm-effect-at-mukutmonipur/aug-20-1/" rel="attachment wp-att-4286">

Next Story